শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ০৭:৪৯:৪৫

২৪ কোটি টাকার ঋণ থেকে বাঁচতে মুখের ধরণ-সাজ বদলে নিলেন নারী!

২৪ কোটি টাকার ঋণ থেকে বাঁচতে মুখের ধরণ-সাজ বদলে নিলেন নারী!

এক্সক্লুসিভ ডেস্ক: প্লাস্টিক সার্জারি করে চীনের এক নারী নিজের মুখের ধরণ-সাজ বদলে ফেললেন ২ কোটি ৫০ লাখ ইউয়ান দেনার বোঝা থেকে রেহাই পেতে! অদ্ভুত এমন ঘটনাটি ঘটেছে চীনের শেনঝেন শহরে।

জানা যায়, ঝু নাজুয়ান নামে ৫৯ বছরের ওই চীনা নারী দিনের পর দিন একাধিক সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিচ্ছিলেন। দেনার পরিমাণ বেড়েই চলছিল। শেষমেশ সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় ২ কোটি ৫০ লাখ ইউয়ানে। টাকার অংকে যা প্রায় ২৪ কোটি টাকার সমান।

এদিকে সেই অর্থ ফেরত দেওয়া তো দূরের কথা, পাওনাদারদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অভিযোগের পাহাড় জমতে শুরু করে তাঁর বিরুদ্ধে। অবস্থাটা এমন হয়েছিল যে, পাওনাদাররা আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে ওই মহিলাকে পাওনাদারদের সমস্ত পাওনা-গণ্ডা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরপর থেকেই ফেরার ছিলেন ওই মহিলা। সম্প্রতি শেনঝেন শহরের পুলিশ তাঁকে পাকড়াও করে। তবে প্রথমটায় বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাদের। মুখ বদলে যাওয়ায় ধৃত মহিলাই ঝু নাজুয়ান কীনা তা নিয়ে সন্দেহ ছিল। পরে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

ধৃত মহিলা জানিয়েছেন, প্লাস্টিক সার্জারির জন্য অন্যের ব্যাঙ্ক কার্ড ব্যবহার করেছিলেন তিনি। এমনকি পুলিশের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে পালিয়ে বেড়াতেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে