রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ১২:৩৪:১৩

ধরা পড়লো ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির এই মাছ!

ধরা পড়লো ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির এই মাছ!

এক্সক্লুসিভ ডেস্ক : মাছের লম্বা কত হতে পারে তা কেও চিন্তাও করতে পারেনি। তাই বলে ১৪ ফুট! ক্যালিফোর্নিয়ার উপকূলে এমনই একটি মাছ ধরা পড়েছে।

সংবাদ মাধ্যম বলেছে, ১৪  ফুট লম্বা মাছ ক্যালিফোর্নিয়া উপকূলে সামুদ্রিক ঢেউয়ে ভেসে এসেছে। বিশাল আকৃতির এ মাছের নাম ওরফিশ। দেখতে বেশ লম্বা। একটি নয়, এমন দুটি মাছ ভেসে এসেছে গত দু’ সপ্তাহে। তবে দু’টি মাছই মৃত।

বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রে ব্যাপক পরিমাণ দূষণ হচ্ছে। মাছ দুটি মৃতের কারণও তাই। তবে জাপানিরা বিশ্বাস করে, ভূমিকম্পের সঙ্গে সামুদ্রিক প্রাণী, বিশেষ করে মাছের সম্পর্ক রয়েছে। সমুদ্রের তলায় বাস রয়েছে বহু অজানা বিশালকায় সব প্রাণীর। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ ফুটেরও বেশি নিচে বসবাস করে থাকে। ফলে তারা রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালেই। যখন সে সব প্রাণী এভাবে সমুদ্রপৃষ্ঠে উঠে আসে বা সৈকতে ভেসে আসে তখন তা বড় ধরনের ভূমিকম্পের সতর্ক সঙ্কেত দেয় বলে বিশেষজ্ঞদের ধারণা।

তবে ঘটনা যাই ঘটুক। অত্র এলাকায় এই মাছ দেখার জন্য বহু মানুষ ভীড় জমাচ্ছেন। কারণ এরকম লম্বা মাছ আর ইতিপূর্বে কারো চোখে পড়েনি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে