রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ১২:৩৫:০৯

কলকাতায় মাশরাফির কন্যাকে নিয়ে কাড়াকাড়িতে মেতেছে দেব-কোয়েল-শ্রাবন্তিরা

কলকাতায় মাশরাফির কন্যাকে নিয়ে কাড়াকাড়িতে মেতেছে দেব-কোয়েল-শ্রাবন্তিরা

স্পোর্টস ডেস্ক: আনন্দবাজার সেরা বাঙালি ২০১৭’ পুরস্কার পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শনিবার জমকালো এক অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালির এই পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক। এদিন পুরস্কার নেওয়ার সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সন্তান হুমায়রা মুর্তজাও।

জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন ক্ষেত্র আলোকিত করে থাকা অনেকেই। এদের মধ্যে ছিলেন টালিউডের বেশ কিছু শীর্ষ ও জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরাও। সে সময় কলকাতায় মাশরাফির কন্যাকে নিয়ে কাড়াকাড়িতে মেতেছে দেব-কোয়েল-শ্রাবন্তিরা।

কলকাতার শীর্ষ নায়ক-নায়িকাদের মধ্যে দেব, কোয়েল মল্লিক, শ্রাবন্তি চ্যাটার্জি ও শুভশ্রীদের সঙ্গে সময় কাটান হুমায়রা। শুধু তাই নয়, মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করেও রাখা হয়। পরবর্তীতে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।
 
প্রতিবছরই কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য  ‘আনন্দবাজার সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা প্রদান করে, এবারও এর ব্যতিক্রম হয়নি। ক্রীড়া শ্রেণিতে এই পুরস্কার পান মাশরাফি। তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন ভারত নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী। এর আগে মঞ্চের বড় পর্দায় মাশরাফির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত, তার অধীনে বাংলাদেশ দলের সাফল্যের চিত্র দেখানো হয়।

এদিন মাশরাফি ছাড়াও আরও একজন বাংলাদেশির হাতে উঠেছে সেরা বাঙালি পুরস্কার। অভিনয় শ্রেণিতে এই পুরস্কারে ভূষিত হয়েছেন জয়া আহসান। কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী।
৩০ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে