এক্সক্লুসিভ ডেস্ক : 'মায়ের সঙ্গে নেহেরুর প্রেমের সম্পর্ক থাকলেও শারীরিক সম্পর্ক ছিল না' এই বিস্ফোরক উক্তিটি মাউন্টব্যাটেনের কন্যা করেছেন বলে জানা গিয়েছে৷
'আজ তক'-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী, যখন ভারতের শেষ ভাইসরয়ের দায়িত্ব নিয়ে লর্ড মাউন্টব্যাটেন আসেন তখন তার মেয়ে পামেলার বয়স ছিল প্রায় ১৭৷
পামেলা নিজেকে, তার মা এডউইনা অ্যাশলে এবং নেহরুর মধ্যে যে গভীর সম্পর্কের সাক্ষী বলে জানিয়েছেন৷ তার মতে, নেহরুর মধ্যে যে সঙ্গীসুলভ আচরণ, আত্মার যোগাযোগ এবং বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছিলেন এডউইনা, তাতেই তিনি প্রভাবিত হন৷
'আজ তক'-এ দেওয়া তথ্য অনুযায়ী, পামেলা এই সম্পর্কের বিষয়ে আরও জানতে চেয়েছিলেন৷ কিন্তু তার মাকে লেখা নেহরুর চিঠি পড়ার পর তিনি অনুভব করেন, এডউইনা-নেহরু একে অপরের সঙ্গে সম্পর্কে কতটা জড়িয়েছিলেন৷ তারা একে অপরকে সম্মানও করতেন খুব৷
তবে 'Daughter of Empire: Life as a Mountbatten' বইতে পামেলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুজনের মধ্যে শারীরিক সম্পর্কের জন্য কোনও সময় ছিল না৷ তাদের চারপাশে সর্বদা কর্মচারী, পুলিশ এবং অন্যান্য লোকজন থাকত৷
ব্রিটেনে প্রথমবার ২০১২ সালে এই বই প্রকাশিত হয় যা পরে ভারতে নিয়ে আসা হয়৷ পামেলা এও লেখেন, ভারত থেকে চলে যাওয়ার সময় এডউইনা তার একটি আংটি নেহরুকে উপহার দিতে চেয়েছিলেন৷ বই-এর লেখা অনুযায়ী, নেহরু যে সেই উপহার নেবেন না তাও এডউইনা জানতেন৷ তাই তিনি সেই আংটি নেহরুর কন্যা ইন্দিরাকে দিয়ে বলেন, যদি কখনও আর্থিক অনটনের সম্মুখীন হতে হয় তাহলে এই আংটি বিক্রি করে দিতে পারেন৷ এডউইনা উপহার দেওয়ার জন্য প্রসিদ্ধ ছিলেন৷'
এমটিনিউজ/এসএস