মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭, ১২:০৯:১৮

রজনীকান্তকে ভিখিরি ভেবে ১০ টাকা দিলেন নারী

রজনীকান্তকে ভিখিরি ভেবে ১০ টাকা দিলেন নারী

বিনোদন ডেস্ক : তিনি ভারতীয় সিনেমার সুপারস্টার। তাকে ছবিতে নেওয়া জন্য প্রযোজকরা কোটি কোটি টাকা নিয়ে বাড়ির সামনে অপেক্ষা করে। আর সেই তাকেই ভিখারি ভেবে হাতে তুলে দিলেন ১০ টাকা। নিজেই মজার এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সুপারস্টার।

২০০৭ সাল, মুক্তি পায় শিবাজি। এই ছবিতে অভিনয়ের জন্য প্রায় ২৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন রজনীকান্ত। সুপার-ডুপার হিট হয় ছবিটি। সেকারণে মন্দিরে যাবেন বলে ঠিক করেন রজনীকান্ত। কিন্তু, ভক্তদের নজর বাঁচিয়ে যাওয়া সহজ ছিল না। যখন মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছিলেন তখন সঙ্গে এক নারীও মন্দির দর্শন করতে যাচ্ছিলেন। বুড়োর বেশে থাকা রজনীকান্তকে গরিব ভেবে বসেন নারী। হাতে তুলে দেন ১০ টাকা।

টাকাটি হাত বাড়িয়ে নেন রজনীকান্ত। নারী নিজের ভুল বুঝতে পারেন একটু পরে। দেখেন, প্রণাম করে কাছে থাকা সবটাকা মন্দিরে দিয়ে দিলেন অজ্ঞাতপরিচয় লোকটি। এবার রজনীকান্তকে চিনতে পারেন সেই নারী। ছুটে গিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি।

১৯৭৫ সালে তামিল ছবিতে অভিষেক করেন রজনীকান্ত। মাত্র ১৫ মিনিটের রোল দেওয়া হয়েছিল তাকে। সেদিন কেউ বুঝতে পারেনি, ২৫ বছর বয়সের এই ছেলেটি একদিন ভারতীয় সিনেমার সুপারস্টার হবে। এখন টু পয়েন্ট জিরো ছবির প্রোমোশনে ব্যস্ত দক্ষিণ ভারতের কিং।
এমটিনিউজ/এসএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে