নিউজ ডেস্ক : সোমবার বিকাল ৫টায় নওগাঁর ধামইরহাট থানা কমিউনিটি পুলির্শিং কর্তৃক আয়োজিত “সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও এসপির বিদায়ী অনুষ্ঠান” ধামইরহাট থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. মোজাম্মেল হক তার বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় বীর মুক্তিযোদ্ধা গ্রাম পুলিশ মো. ফজলুল হক (৬৫) পুলিশ সুপারকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।
এসময় পুলিশ সুপার তাকে সান্তনা দিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি কান্না জড়িত কন্ঠে বললেন, পুলিশ সুপার জেলায় দায়িত্বরত থাকাকালে তার ছেলে মো. মেহেদী হাসান বিনা পয়সায় পুলিশ কনস্টবলের চাকরি পেয়েছেন। এতে তিনি খুবই খুশি হয়েছেন। পুলিশ সুপারের বদলির সংবাদ শুনে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন এবং পুলিশ সুপারকে একনজর দেখার জন্য ছুটে এসেছেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের আবেগে আপ্লুত হয়ে কান্নার দৃশ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত সবাইকে আবেগে আপ্লুত করে তোলে। সেই সময় বিদায়ী অতিথিও আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। সেই মুহুর্তের তোলা কিছু ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
এমটিনিউজ/এসবি