বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ০১:৩৭:০৩

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের জ্বালা সহ্য না করতে পেরে চরম পদক্ষেপ প্রেমিকের

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের জ্বালা সহ্য না করতে পেরে চরম পদক্ষেপ প্রেমিকের

এক্সক্লুসিভ ডেস্ক: এক তথ্যপ্রযুক্তি কর্মীর ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল সল্টলেকের মহিষবাথান এলাকায়। মৃত শ্রীমন্ত পালের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট এবং এক তরুণীর ছবি।

স্থানীয় সূত্রের খবর, মাসছয়েক আগে বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা শ্রীমন্ত মহিষবাথানের দক্ষিণপাড়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। সেক্টর ফাইভে একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি। শনিবার সন্ধ্যায় তাঁকে শেষবার দেখেছিলেন প্রতিবেশীরা।

সোমবার সন্ধ্যা থেকেই শ্রীমন্তের ঘর থেকে পচা গন্ধ বেরলেও সেভাবে সন্দেহ করেননি কেউই। এদিন সকালে গন্ধ অসহনীয় হয়ে ওঠায় এক প্রতিবেশী শ্রীমন্তের দরজার কাছে গিয়ে দেখেন, দরজার নীচ দিয়ে বেরিয়ে আসছে রক্ত। এরপর তিনি সকলকে বিষয়টি জানান।

পুলিশের তরফে সুইসাইড নোট এবং ছবির কথা স্বীকার করা না হলেও সূত্রের খবর, সুইসাইড নোটে শ্রীমন্ত প্রেমিকার কথা উল্লেখ করেছেন। সম্প্রতি বিয়ের ঠিক হওয়ায় শ্রীমন্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের জ্বালা সহ্য না করতে পেরে চরম পদক্ষেপ নিয়ে অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছে শ্রীমন্ত।-এবেলা
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে