এক্সক্লুসিভ ডেস্ক : মঙ্গলবারই খবরে এসেছিল ভারতের চণ্ডীগড়ের ১৬ বছরের স্কুলছাত্র হরশিতকে নাকি মোটা টাকার পারশ্রমিকে চাকরি অফার করেছে গুগল৷ খবরে ছিল হর্ষিতকে অফার করা চাকরির পারশ্রমিক ছিল ১.৪৪ কোটি টাকা৷
তবে বুধবার প্রকাশ্যে এলো গোটা ঘটনাটই হরশিত পক্ষ থেকে বানানো৷ এমনকী, হর্ষিত ভুয়ো প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে৷ মঙ্গলবার খবরে এসেছিল চণ্ডীগড়ের বাসিন্দা এই মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে সংস্থার গ্রাফিক ডিজাইনিং টিমে যোগ দেবে হরশিত৷
গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র তিনি৷ চাকরিতে যোগ দেওয়ার পর আগামী একবছর তার ট্রেনিং চলবে৷ প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৪ লক্ষ টাকা স্টাইপেন্ড হিসেবে পাবেন হরশিত৷ ট্রেনিং শেষ হওয়ার পর মাসে ১২ লক্ষ টাকা বেতন হিসেবে পাবে হরশিত ৷
হর্ষিতের স্কুলের প্রিন্সিপাল ইন্দ্র বনিওয়াল জানিয়েছেন, ‘হরশিত যে চাকরির অফার লেটারটা দেখিয়েছিল, তা পর্যবেক্ষণ করা হয়নি ৷ কিন্তু হরশিতের পরিবার এখন পুরো ঘটনা স্বীকার করেছেন ও ক্ষমা চেয়েছেন ৷ এবং পরিবারের তরফ থেকে জানিয়েছে এর জন্য চিঠি দিয়েও ক্ষমা চাইতে রাজি তারা৷’
চাকরির সুযোগ পাওয়ার পর হরশিত জানিয়েছেন, আমি অনলাইনে চাকরি খুঁজতে থাকতাম৷ এই চাকরির জন্য মে মাসে আবেদন করেছিলাম৷ এরপর সংস্থার তরফে যোগাযোগ করে অনলাইনে আমার ইন্টারভিউ নেওয়া হয়৷ গত ১০ বছর ধরে গ্রাফিক ডিজাইন নিয়ে আমার আগ্রহ ছিল৷ আমার করা পোস্টার ডিজাইনের ভিত্তিতে এই চাকরিটি আমাকে অফার করা হয়৷
সূত্রের খবর, গুগল লিঙ্কের মাধ্যমে চাকরির জন্য আবেদন করেছিল হরশিত৷ মে মাসে ইন্টারভিউয়ের পর জুন মাসে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায় গুগল।
হরশিত আরও জানিয়েছেন, স্কুলে পড়ার সময় আমি বলিউড ও বলিউড স্টারদের জন্য পোস্টার বানাতাম৷ তার জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে নিতাম৷ বর্তমানে হরশিত একাদশ শ্রেণীতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছিল৷ তার বাবা-মা দুজনেই স্কুলের শিক্ষক৷ এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অধীনে ৭০০০ টাকা পুরস্কার পেয়েছে হরশিত৷
এমটিনিউজ/এসএস