স্পোর্টস ডেস্ক: জেতার পথে কখনও হেরে যাওয়ার ভয় পেয়ো না। ভয়ডরহীন হও। উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে যাও। মন বলে এখনও ভালবাসা বাকি আছে তোমারও আমার কাছে, কিন্তু বাস্তব বলে ‘বিদায় বন্ধু’।
আমি অনেক মানুষের কাছে ঋণী। আমার সতীর্থরা, আমার স্কুলের বন্ধুরা,
আমার সব কোচ, আমার সব প্রাক্তন অধিনায়ক সবাইয়ের কাছে আমি ঋণী। প্রতিজনের প্রতিই আমার সমান শ্রদ্ধা রইল। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, আমার অনুপ্রেরণা কে? আমাকে কখনই বাবা মা ছাড়া কারো কথা ভাবতেই হয়নি। মা আর বাবাই আমার অনুপ্রেরণা। আমি তার গর্ভে জন্মগ্রহণ করে গর্বিত।
আমাকে যখন আমার সাফল্য নিয়ে প্রশ্ন করা হয়, অনেকেই বলেন বিশ্বকাপে পরপর ৪টি সেঞ্চুরিই নাকি আমার জীবনের শ্রেষ্ঠ সাফল্য। কিন্তু আমি যখন আজ বক্স থেকে পি সারা ওভাল দেখছিলাম, দেখলাম শেষ ৩০ বছরে আমার সমস্ত বন্ধুরা আমার খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছেন, এটাই আমার জীবনের সবথেকে বড় সাফল্য বলে আমি মনে করি।
( শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ক্রিকেটের চিরকুমার কুমার সাঙ্গাকারার নিজের অবসর ঘোষণা করে দেয়া বক্তৃতা থেকে নেয়া)
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি