স্পোর্টস ডেস্ক: জীবন মানে আমার কাছে উপভোগ করা। জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন সামাজিকতা রক্ষা করা। জীবনে আপনি অন্যদের কতটা ভালোবাসতে পেরেছেন আর পারেননি এটাই অনেক কিছু। এখানেই জীবনের স্বার্থকতা।
আমি বলি লাইফে আগে নিজের কিছু হওয়াটা জরুরি। আপনি যদি ট্র্যাকে থাকেন, প্রেম বলেন, সাফল্য বলেন, ধরা দিবেই। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোনটা করা উচিৎ।
আমার কাছে জীবন মানে ঠিকভাবে বেঁচে থাকা। মূল্যবোধ ঠিক রাখা। জীবনের অর্থ আমার কাছে সিম্পল চলা। জীবন তো ক্ষণস্থায়ী। কারও সঙ্গে ঝামেলা না বাধানো। সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারও ক্ষতি না করা। কেউ যদি এক্সট্রা অর্ডিনারিভাবে চলতে চায়, সেটা তার ব্যাপার। হয়ত সেটার মাঝেই সে সিম্পপ্লিসিটি খুঁজে নিয়েছে।
(বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাক্ষাৎকার থেকে নেয়া)
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস