বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৭:০৫:২৮

সাঙ্গাকারাকে লেখা কোহলির চিঠি- চিঠিটি পড়লে আপনি একটু বিস্মিত হবেন

সাঙ্গাকারাকে লেখা কোহলির চিঠি- চিঠিটি পড়লে আপনি একটু বিস্মিত হবেন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকে মাঠে প্রায়ই আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। কিন্তু শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে হাতে লেখা চিঠিটি পড়লে আপনি একটু বিস্মিত হতে পারেন। কোহলি সম্পর্কে আপনার ধারণা পাল্টে যেতে পারে।

২০১৫ সালে পি সারা ওভাল টেস্টে কুমার সাঙ্গাকারাকে ‘গার্ড অব অনার’ দেয়ায় ভারতীয় দল ও দলের অধিনায়ক বিরাট কোহলি প্রশংসা পেয়েছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ‘গার্ড অব অনার’ দেয়ার সময় সবার সামনে ছিলেন। এমনকি সাঙ্গাকারা যখন অশ্বিনের শিকারে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেন তখনও কোহলি সাঙ্গাকারার সাথে প্রথমে করমর্দন করেন।

এবার সাঙ্গাকারাকে বিদায় জানানোর ক্ষেত্রে অন্যদের চেয়ে আরও এক ধাপ এগিয়ে থাকলেন কোহলি। হাতে লেখা একটি চিঠি দিয়ে সাঙ্গাকারাকে বিদায় জানালেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড এই চিঠিটি ট্ইুটারে পোস্ট করেছে। কোহলি লিখেছেন।, “প্রথমে তাকে ব্যক্তি হিসেবে জানতে পারাটা আনন্দের ব্যাপার। একজন অনুপ্রেরণাকারী হওয়ায় তাকে ধন্যবাদ”। এই চিঠিতে বিরাট কোহলি ও সাঙ্গাকারার ছবি যুক্ত করা হয়েছে। এতে বিরাটের স্বাক্ষরও রয়েছে।

সাঙ্গাকারাকে লেখা কোহলির চিঠি

প্রিয় সাঙ্গা,
“এক জন ব্যক্তি হিসাবে তোমাকে জানতে পারাটা খুবই আনন্দের। তোমার ক্রিকেটীয় প্রতিভা ব্যাখ্যা করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। অনেক মানুষকেই তুমি উৎসাহিত করেছ। তাদের রাস্তা দেখিয়েছ। এই যুগে দাঁড়িয়ে তোমার মতো এক জন প্রবাদপ্রতিম ব্যাটসম্যানের সঙ্গে খেলতে পেরে আমি ধন্য। ঈশ্বর তোমাকে ও তোমার পরিবারকে ভালো রাখুন। জীবনের আগামী দিনগুলি আরও ভালো কাটুক এই কামনাই করি।”

একটি পোস্টকার্ডে সাঙ্গাকারার সঙ্গে বিরাটের ছবি সমেত লেখাটি টুইটারে পোস্ট করে বিসিসিআই।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে