স্পোর্টস ডেস্ক: সদ্যশেষ হওয়া ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠেছিলেন টাইগাররা। গত ১৫ জুন এজবাস্টনে সেই সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে হেরে দেশে ফিরেন মাশরাফি বাহিনী।
তবে এই ম্যাচের আগে ইংল্যান্ডের রাস্তায় এক নারী ভক্ত টাইগার পেসার তাসকিন আহমেদকে জোর করে ধরে চুমু খেলেছিলেন। এরপরেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ফেইসবুক লাইভে বিষয়টি নিয়ে তাসকিন বলেন, তিনি ঘটনাটি নিয়ে সারপ্রাইজড হয়েছিলেন।
ফেইসবুক লাইভে তাসকিন আহমেদ বলেছেন, ‘আমি প্রেস কনফারেন্স শেষ করে বাসে উঠতেছিলাম। এ সময় উনি এসে ছবি তুলেছে। ছবি তোলার পর এটি করেছে। আমি তো উনাকে চিনিও না জানিও না। আসলে এখানে ফিলিংসের কিছু নাই। বরং আমি সারপ্রাইজড হয়েছিলাম’।
তাসকিন আরও বলেন, ‘আমরা তো মানুষ। আমরা তো মেশিন না যে প্রতিদিন একরকম যাবে। দুই তিনটা ম্যাচ খারাপ খেললে তো আর কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না। কেউ খারাপ খেললে তাকে নিয়ে অনেক হতাশাজনক কমেন্টস দেখা যায়। আবার ভালো খেললে তাকে মহারাজার মতো ট্রিট করা হয়। যদিও এখন এটির অনেক পরিবর্তন হয়েছে। এমন কমেন্টস দেখলে আমাদের খারাপ লাগে’।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস