শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০৩:৪৯:৫০

সুন্দরীদের থেকে সাবধান হতে বলল গোয়েন্দা সংস্থা

সুন্দরীদের থেকে সাবধান হতে বলল গোয়েন্দা সংস্থা

এক্সক্লুসিভ ডেস্ক: প্রোফাইলে লাস্যময়ী সুন্দরীর মন কেড়ে নেয়া চাহুনি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে হাই-হ্যালো। এরপর আদান-প্রদান মধুর বার্তা। ধীরে ধীরে বন্ধুত্ব। আসে ঘুরে বেড়ানোর প্রস্তাব। না করতে পারছেন না দুঁদে সেনা অফিসাররাও।

কিন্তু পুরো বিষয়টিই শত্রুর ফাঁদ। সম্প্রতি এমন তথ্য পেশ করে সেনাদের সতর্ক করেছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে সেনাবাহিনীর অনেক গোপন তথ্য ও নথি আদায়ের চেষ্টা চালাচ্ছে চীন ও পাকিস্তানের একাধিক এজেন্সি।

এসব সুন্দরীরা উর্দু, ইংরাজি এবং নানা ভাষায় পারদর্শী। তারা জানান, ইন্টারনেটের বিভিন্ন পর্ন সাইট বা সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই তারা বন্ধুত্ব পাতাচ্ছেন সেনা অফিসারদের সঙ্গে। মধুর আলাপচারিতায় কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য ওই অফিসারদের প্রলোভন দেখাচ্ছেন এসব সুন্দরী।

তাদের বেশিরভাগই নিজেদের পরিচয় দেন একাকি বা বিবাহবিচ্ছিন্না বলে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পরবর্তীকালে অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও সামনে এনে সেনাদের ব্ল্যাকমেইল করে গোপন তথ্য জেনে নেওয়ার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই সেই ফাঁদে পা দিয়েছেন বেশ কয়েকজন সেনা অফিসার।-আনন্দবাজার।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে