শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ১১:১৭:০০

পুতিনের সেই দুঃসাহসিক ছবি এখন ভাইরাল

পুতিনের সেই দুঃসাহসিক ছবি এখন ভাইরাল

এক্সক্লুসিভ ডেস্ক : সাইবেরিয়ার কনকনে ঠান্ডায় খালি গায়ে মৎস্যবিহারে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বয়স ৬৪, তাতে কী, সাহসি কর্মকাণ্ডে বরাবরই একটু বেশিই আগ্রহ তার। সেকারণেই পুতিনের জনপ্রিয়তা গগণচুম্বি।

তার আরও একটি নজির দেখা গেল সাইবেরিয়ায় পার্বত্য হ্রদে তিনদিন ধরে চলা মৎস্যবিহার ও শিকার উৎসবে। আর মাত্র আট মাস বাকি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের। কিন্তু তার বিন্দুমাত্র প্রভাব দেখা যায়নি পুতিনের আচার আচরণে। প্রতিপক্ষকে হেলায় হারিয়ে ফের ক্ষমতায় আসার দৃঢ় বিশ্বাস তার চোখেমুখে। পুতিন অবশ্য বরাবরই এরকমই।

সেই রাজা হওয়ার মেজাজটা ঝালিয়ে নিতেই সাইবেরিয়ার ক্রেমলিনে সহকর্মী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সইগুর সঙ্গে ছুটি কাটালেন তিনি। খালি গায়ে মাছ ধরলেন, রৌদ্রস্নান সারলেন। যেখানে তাপমাত্রা ১৭ ডিগ্রির বেশি বাড়ে না সেখানে হ্রদে বেপরোয়া সাঁতার কাঁটলেন ৬৪ বছরের পুতিন।

ক্রিমলিনের মুখপাত্র পিসকভ জানিয়েছেন, তাপমাত্রা যতই কম থাকুক আটকানো যায়নি প্রেসিডেন্টকে, ঠাণ্ডা জলের মধ্যেই শিকার করেছেন তিনি। এমনকী হ্রদের গভীরে শিকারে গিয়েছেন তিনি। তার পর পানাহার সেরেছেন খোশ মেজাজে। সোশ্যাল মিডিয়ায় পুতিনের সেই দুঃসাহসিক ছবি এখন ভাইরাল হয়েছে।  

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে