মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ০৪:৪২:৩১

বেরিয়ে এলো নরেন্দ্র মোদির ২২ বছরের গোপন সম্পর্ক

বেরিয়ে এলো নরেন্দ্র মোদির ২২ বছরের গোপন সম্পর্ক

এক্সক্লুসিভ ডেস্ক : সারা ভারত জুড়ে পালন করা হল রাখি উত্‍সব। শুধু ভাই-বোনের মধ্যেই নয়, এ দিন রাখি পরিয়ে যে কোনও মানুষকেই আপন করে নেওয়া যায়। জাতি-ধর্ম নির্বিশেষে রাখির বন্ধনের মতোই তাই এ দিন মানুষ পরস্পরের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হন। একই ভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পালন করলেন রাখি উত্‍সব।

ভারতের শিশু থেকে বৃদ্ধা সবার কাছ থেকেই এই দিন রাখি পরেছেন তিনি। কিন্তু এমন একজনও আছেন যিনি সীমান্তের ওপারের মানুষ। কামার মোহসিন শেখ নামের এই পাকিস্তানি মহিলা প্রায় ২২ বছর ধরে রাখি পরান নরেন্দ্র মোদিকে। তাই প্রত্যেক বছর প্রধানমন্ত্রীও অপেক্ষা করে থাকেন কখন পাকিস্তানি বোনের থেকে রাখি পরবেন।

নিজে পাকিস্তানের বাসিন্দা হলেও, এক ভারতীয়ের সঙ্গে বিয়ে হয়েছে মোহসিন শেখের। আর তাই স্বামীর সঙ্গে এখন ভারতেই থাকেন তিনি। মোদি যখন আরএসএস-এর কর্মী ছিলেন, তখন থেকেই মোহসিন তার হাতে রাখি বাঁধছেন। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার কাছে নিজেই তিনি জানিয়েছেন।

কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী হিসেবে মোদির ব্যস্ততা বেড়ে চলেছে, তাতে এই বছর আর তাকে রাখি পরাতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন মোহসিন। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীই তার ভুল ভেঙেছেন। রাখির ঠিক দু'দিন আগে বোনকে ফোন করে জানিয়ে দেন, এই বছরও অন্যান্য বারের মতো বোনের হাত থেকে রাখি পরবেন তিনি।

আর এইভাবে ভাই-বোনের অজানা সম্পর্ক বেরিয়ে এলো, যা ২২ বছর ধরে চলছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়ন চললেও এখানে দুই দেশের নাগরিককে দেখা গেল রাখি-বন্ধনে!
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে