মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ০৫:৪১:৫৬

যাকে এতদিন ছেলে বলে জেনেছেন- আসলও তিনি হচ্ছে একজন মেয়ে

যাকে এতদিন ছেলে বলে জেনেছেন- আসলও তিনি হচ্ছে একজন মেয়ে

স্পোর্টস ডেস্ক: ছোটবেলার একটি কিউট ছেলে পরবর্তী সময়ে হয়ে উঠেছেন রূপবতী এক মিষ্টি মেয়ে। না এটা কোনো শারীরিক পরিবর্তনের ঘটনা না। রূপালি পর্দায় ছোটবেলা থেকে ছেলের চরিত্রে অভিনয় করে আসা এক মিষ্টি মেয়ের গল্প এটা।

আহসাস চন্না। বলিউডে পা রেখেছেন সেই ছোটবেলায়। তখন সবাই তাকে ছেলে বলেই জানতো। কারণ, একের পর এক ছেলের চরিত্রে দর্শকমন বার বার জয় করেছেন আজকের অষ্টাদশী। ‘বাস্তু শাস্ত্র’ দিয়ে শুরু চন্নার শাহরুখের সঙ্গে ‘কাভি আলবিদা না কেহ না’সহ ‘মাই ফ্রেন্ড গণেশা’, ‘আরিয়ান’ সবেতেই সেজেছেন ছেলে।

পরে রামগোপাল ভার্মা ভৌতিক ছবি ‘ফুঁক’-এ মেয়ে চরিত্র দেন আহসাস চন্নাকে। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত হিন্দি, তামিল, তেলুগু মিলিয়ে ১১টি ছবিতে অভিনয় করে ফেলেছেন আহসাস। টেলিভিশনেও অনেক কাজ করেছেন।  

এদিকে ছোটবেলার সেই কিউট ছেলেটিকে অচিরেই নায়িকা হিসেবে দেখা যাবে রূপালি পর্দায়। বলিপাড়ায় গুঞ্জন ইতোমধ্যে সিনেমার স্ক্রিপ্ট হাতে পেয়েছেন চন্না। এখন কেবল দেখার অপেক্ষা ছোটবেলার সেলিব্রেটি ছেলেটি নায়িকা হিসেবে কতটুকু সফল হন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে