মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ০৯:৫৭:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় উড়ন্ত বিমান থেকে পড়ল তেলের ট্যাংক!

ব্রাহ্মণবাড়িয়ায় উড়ন্ত বিমান থেকে পড়ল তেলের ট্যাংক!

এক্সক্লুসিভ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে আজ মঙ্গলবার সকালে উড়ন্ত বিমান থেকে দুটি তেলের ট্যাংক মাটিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দুপুরে সেগুলো উদ্ধার করে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোন বিমান থেকে তা পড়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার ও জিনোদাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে কাছাকাছি স্থানে দুইটি বস্তু বিমান থেকে পড়তে দেখে স্থানীয় লোকজন। প্রথমে তারা ভয়ে নিরাপদ দূরতে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সেগুলো নিয়ে যায়। একেকটি ট্যাংক ছয় থেকে সাত ফুট লম্বা। অতিরিক্ত ওজনের কারণে এতে তেল রয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে