বুধবার, ০৯ আগস্ট, ২০১৭, ১০:৪০:০২

সেলফি মৃত্যুর কারণ, গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

সেলফি মৃত্যুর কারণ, গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

এক্সক্লসিভ ডেস্ক: সেলফি মৃত্যুর কারণ, গবেষণায় উঠে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য । সেলফির কারণে মৃত্যু বাড়ছে দেশে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত তিন বছরে ভারতে প্রায় শতাধিক মৃত্যুর কারণ সেলফি।

টাইমমেশিন ছাড়াই পিছিয়ে যাই বেশ কয়েক বছর। কয়েক বছর আগে, মুম্বইয়ে আরব সাগরের ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় তিন যুবতী। তিন যুবতীকে বাঁচাতে গিয়ে প্রাণ দেয় এক যুবক।

২০১৬ সালের জানুয়ারি মাসে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে উত্তরপ্রদেশে মারা গিয়েছিল তিন কলেজ পড়ুয়া। ওই ঘটনায় বেঁচে যাওয়া চতুর্থ সঙ্গী পুলিশকে জানিয়েছিল, চলন্ত ট্রেনের সামনে গিয়ে সেলফি তোলার শখ হয়েছিল তাদের। এছাড়া চলতি বছরের গোড়ার দিকেই বিষাক্ত সাপ নিয়ে সেলফি তুলতে গিয়ে এক ছোবলেই প্রাণ হারান এক ব্যক্তি।

লিখতে বসলে এমন বহু ঘটনাই উঠে আসবে। বিগত কয়েক বছরে সেলফি তুলতে গিয়ে পৃথিবীতে যতজন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে ষাট শতাংশই ভারতীয়। ভারতীয়রাই কেন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাচ্ছেন? এ প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া না গেলেও সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, সেলফির প্রতি অত্যধিক আসক্তিই এই বিপদ ডেকে আনছে। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, সামান্য ফ্রন্ট ক্যামেরায় ছবি তোলাকে কেন্দ্র করে কেন এত আসক্ত হয়ে পড়ছে মানুষ?

এর উত্তর অবশ্য দিয়েছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, মানুষের সহজাত প্রবৃত্তি হল, তাঁরা নিজের ক্যামেরায় তোলা ছবির চেয়ে আয়নায় প্রতিফলিত রূপকেই বেশি পছন্দ করে। আমরা আয়নায় যে ছবি দেখি, ফ্রন্ট ক্যামেরাও হুবহু সেই ছবিই তুলে ধরে। সেই জায়গা থেকেই ফ্রন্ট ক্যামেরার প্রতি বেশি আসক্ত মানুষ।

এর সঙ্গে সোশ্যাল মিডিয়া আসার পর যোগ হয়েছে বিভিন্ন মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার ট্রেন্ড। তরুণ সমাজের একাংশ বন্ধুবান্ধবদের মন্তব্য এবং প্রশংসা কুড়ানোর জন্য নাওয়াখাওয়া ভুলে সেলফি নিয়ে মেতে উঠছে। বিপজ্জনক পরিস্থিতিতে সেলফি তুলতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন।-এবেলা

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে