বুধবার, ০৯ আগস্ট, ২০১৭, ১০:২০:২৭

ছেলেকে সম্পত্তি দিয়ে এখন ঘর ছাড়া দেশের বিখ্যাত শিল্পপতি

ছেলেকে সম্পত্তি দিয়ে এখন ঘর ছাড়া দেশের বিখ্যাত শিল্পপতি

এক্সক্লুসিভ ডেস্ক: দেশের অন্যতম বিখ্যাত শিল্পপতি যিনি গত দু’দশকের বেশি সময় ধরে দেশের পুরুষদের পোষাক সরবরাহ করেছেন তিনি আজ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন ৷

ছেলেকে সম্পত্তি দিয়ে এখন একেবারে বে-ঘর তিনি ৷ এমন দুর্দশার জন্য তিনি তাঁর পুত্রকেই দায়ি করেছেন৷ দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী পরিবাবের এমন কাহিনি উঠে এসেছে একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে৷

এই বৃদ্ধ মানুষটির হলেন ডা: বিজয়পৎ সিংহানিয়া যার হাতেই লাগাম ছিল পোষাক উৎপাদনকারী সংস্থা রেমন্ড লিমিটেড ৷ এক সময় তিনি মুম্বইয়ের শেরিফও হয়েছিলনে৷ এখন তাঁর ব্যবসার লাগাম তাঁর ছেলে গৌতম সিংহানিয়াকে দেওয়ার পরই চরম দুরাবস্থায় পড়ছেন৷বর্তমানে এই শিল্পপতিকে বাস করতে হচ্ছে দক্ষিণ মুম্বইয়ের ভাড়া বাড়িতে৷

মালাবার হিলে জে কে হাউসকে নতুন করে যে ৩৬ তলার ভবন গড়া হয়েছে সেখানে একটি ডুপ্লে দখল চেয়ে তিনি বম্বে হাই কোর্টে আবেদন করেছেন৷ আদালতে তাঁর আইজীবী এই শিল্পপতির বর্তমান আর্থিক দুর্দশার কথা জানিয়েছেন৷

আগে ১৯৬০ সালে যখন গড়া হয়েছিল তখন ওই জেকে হাউস ছিল একটি ১৪ তলা বাড়ি৷ সেখানে চারটি ডুপ্লে পরে হাত বদল হয়েছিল রেমন্ডের অধীনস্ত পসমিনা হোল্ডিংস সংস্থার কাছে৷ এরপর ২০০৭ সালে ওই বাড়িটি নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়৷

সেই সময় লেনদেনে ঠিক হয়েছিল বিজয়পৎ ও গৌতম, বিজয়ের ভাই অজয়পত সিংহানিয়ার বিধবা স্ত্রী বীণাদেবী ও তাঁর ছেলে অনন্ত এবং অক্ষয়পৎ প্রত্যেকে নতুন বাড়িতে ৫১৮৫ বর্গফুটের ডুপ্লে পাবে প্রতি বর্গফুটের জন্য ৯০০০টাকা করে দিয়ে৷

ইতিমধ্যেই বীণা দেবী এবং অনন্ত একসঙ্গে এবং অক্ষয়পৎ আলাদা করে তাদের অ্যাপাটমেন্টের দাবি করে বম্বে হাই কোর্টে আবেদন করেছেন৷আবার বিজয়পতের আইনজীবী দিনওয়ার ম্যাডন আদালতকে জানিয়েছেন, যেখানে ৭৮ বছরে বৃদ্ধ তাঁর সমস্ত সম্পত্তি তাঁর ছেলেকে দিয়ে দিয়েছেন সেখানে সেই ছেলে তাকে সব কিছু থেকে বঞ্চিত করছে৷

আইনজীবী জানিয়েছেন বিজয়পৎ তাঁর হাতে থাকা সংস্থার পুরো শেয়ার তাঁর ছেলে গৌতমকে দিয়েছেন যার বাজার মূল্য প্রায় ১০০০ কোটি টাকা৷ এখন সেই ছেলেই তাঁর বাবাকে চুষে নিচ্ছে৷বাবার জন্য এখন ছেলে কোনও গাড়ি , ড্রাইভার কিছুই বরাদ্দ করছে না সবই কেড়ে নিচ্ছে বলে জানিয়েছেন৷

যদিও রেমন্ড সংস্থার প্রতিনিধি আইনজীবী জনক দ্বারকাদাস এবং বিরাগ তুলজাপুরকার ও আইনজীবীদের সংস্থা ওয়াদিয়া ঘান্দী অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে জানান হয়েছে এই বিষয়ে গৌতম আদৌ কোনও পার্টি নন৷এটি একেবারে রেমন্ড এবং পসমিনা হোল্ডিংস এই দুই সংস্থার মধ্যকার ব্যাপার৷

নতুন করে গড়ে তোলা জেকে টাওয়ারের ২৭ এবং ২৮ তলার ডুপ্লেতে কোম্পানি কোন ভাবে যাতে অধিকার না পায় তারজন্য আইনজীবী ম্যাডন স্থগিতাদেশ চেয়েছেন৷ বিকল্প বাসস্থানে চাওয়ার পাশাপাশি প্রতি মাসে সাতলক্ষ টাকা সংস্থার কাছ থেকে প্রাপ্য বলে দাবি করা হয়েছে ৷

এই বিষয়ে তার জবাব দেওয়ার জন্য দ্বারকাদাস সময় চেয়েছেন এবং জানিয়েছেন, এই বছরের জুনে সংস্থার বার্ষিক সাধারণ সভায় বিজয়পৎকে সংস্থার পক্ষ থেকে বাড়ি ভাড়া বাবদ অর্থ এবং ডুপ্লে দেওয়া প্রস্তাবটি শেয়ারহোল্ডাররা প্রত্যাখ্যান করেছেন৷

ফলে দ্বারকাদাস সেই মতো তৃতীয় কোনও পার্টির যাতে ডুপ্লেতে অধিকার না থাকে তারজন্য স্থগিতাদেশ চেয়েছে এবং বিজয়পৎ সিংহানিয়ার বাড়ি ভাড়া চাওয়ার বিরোধিতা করা হয়েছে৷

ম্যাডোনের অভিযোগ, সংস্থার সিএমডি হওয়ার সুবাদে ঘুর পথে গৌতম চারটি ডুপ্লে দখল করে বসে রয়েছেন যেখানে চতুর্থটিই শুধু গৌতমের৷ দুপক্ষের কথা শোনার পর বিচারপতি গিরিশ কুলকার্নি উভয়পক্ষকেই বলেছেন নিজেদের মধ্যে আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে নিতে কারণ এই ধরনের বিষয় আদালত পর্যন্ত গড়ান উচিত নয়৷

তারফলে দু’পক্ষের উকিল আলোচনায় বসবেন বলে জানিয়ছেন৷তবে আদালত বিজয়পতের ডুপ্লে দাবি সাপেক্ষে স্থগিতাদেশ দিয়েছে এবং ১৮ তারিখের মধ্যে রেমন্ডকে তাদের জবাব দিতে বলা হয়েছে৷ ২২ অগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷-কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে