বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ০২:৫৭:১১

ফেসবুকে আপনিও পেয়েছেন এই গোপন মেসেজ, জেনে নিন 'সারাহা'র অজানা তথ্য

ফেসবুকে আপনিও পেয়েছেন এই গোপন মেসেজ, জেনে নিন 'সারাহা'র অজানা তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক :  সকালে ঘুম থেকে উঠে ফেসবুকের হোম পেজ চোখে পড়তেই ভেসে উঠল এই ছবি। 'Ready For Honesty?' ফেসবুকে মনের কথা গোপন মেসেজ করে জানাচ্ছেন অনেকে।

কেউ বা গোপনেই প্রেমের প্রস্তাব দিচ্ছেন, কেউ বা মনের মানুষের মেসেজ পেয়ে হয়ে উঠছেন আনন্দে আটখানা। পুরনো কোনও বন্ধুর মেসেজে কেউ হয়ে পড়ছেন নস্ট্যালজিক। আপনিও পেয়েছেন নিশ্চয়ই এই গোপন মেসেজ, কিন্তু জানেন কী, এই সারাহা অ্যাপটি কী?

►  জেনে নিন এর খুঁটিনাটি তথ্য :-

► সারাহার উৎপত্তি আরবে। আরবি ভাষায় সারাহা কথার অর্থ হল 'সততা'। ►  প্রথমে আরবি ভাষাতেই শুরু হয় এই অ্যাপ। পরে একাধিক ভাষায় ব্যবহৃত হতে থাকে এই অ্যাপ। ► আমেরিকাতে এই অ্যাপের ব্যবহার প্রথম শুরু হয়। পরে গোটা বিশ্বে তুমুল ঝড় তোলে সারাহা অ্যাপ। ► সমীক্ষা বলছে, অ্যাপটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে ‌যে প্রথম সপ্তাহের প্রায় ২০ মিলিয়ন ব্যবসা করেছে। ► অ্যাপটি এমনই ঝড় তুলেছে, ‌অনেকের মুখে শোনা ‌যাচ্ছে এটি কোনও খেলা নয়, আরব দেশের হ্যাকারদেরই কাজ এটা। ‌যদিও পুরো বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে সারাহা অ্যাপের কর্তৃপক্ষ।-জি নিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে