বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ০৩:৪৩:৪৫

বিয়ের হেলিকপ্টার ভুল করে নামল কাশিমপুর কারাগারে! তোলপাড়

বিয়ের হেলিকপ্টার ভুল করে নামল কাশিমপুর কারাগারে! তোলপাড়

এক্সক্লুসিভ ডেস্ক: গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে ভুল করে বিয়ের অনুষ্ঠানের একটি বেসরকারি হেলিকপ্টার অবতরণ করেছে। এ ঘটনায় কারাগারে তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বনিক জানান, বাংলাদেশি বংশোদ্ভুত মালয়েশিয়ান নাগরিক বিল্লাল হোসেন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এসময় পাইলট ভুল করে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে স্কুলের মাঠে হেলিকপ্টাটি অবতরণ করে। পরে কারারক্ষীরা তাদের আটক করে এখানে অবতরণের কারণ জানতে চান। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

কারা অধিদফতরের ডিআইজি তৌহিদুল ইসলাম জানান, হেলিকপ্টারটি ভুল করে কাশিমপুর কারাগারের সীমানার মধ্যে অবস্থিত স্কুল মাঠে নামিয়ে দেয়। কারাগারের কাছেই ওই বিয়ের অনুষ্ঠানস্থল। হেলিকপ্টারটি নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আগে থেকেই গাজীপুর পুলিশ সুপারের অনুমতি নিয়ে ছিলেন তারা।

এদিকে মেঘনা এভিয়েশন এ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে ঘটনাস্থলে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর কুমিল্লার হোমনা এলাকার পোলট্রি ব্যবসায়ী বিল্লাল হোসেনের কাছ থেকে মুচলেকা নিয়ে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ তাদের ছেড়ে দিয়েছে বলে জানান জেল সুপার প্রশান্ত বণিক।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে