এক্সক্লসিভ ডেস্ক: মহিলাদের ঋতুকালীন অবস্থায়, সবার থেকে দূরে সরে থাকতে বাধ্য করলে এবার তাকে আইনত অপরাধ হিসেবে গণ্য করা হবে। বুধবার নেপাল পার্লামেন্টে এই আইন পাশ হল।
নেপালে ‘চৌপদ্দি’ নামক একটি প্রথা রয়েছে। এই প্রথা অনুযায়ী ঋতু বা পিরিয়ডের সময়ে মহিলাদের অপবিত্র বলে মনে করা হয়। আর তাই তাঁদের বিচ্ছিন্ন করে রাখা হয়। এই সময়ে ওই মহিলা কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন না, খাবার নিয়ে খেতে পারেন না, কোনও পশুকেও স্পর্শ করতে পারেন না। এই সময়ে তাঁকে স্পর্শ করা মানে অপবিত্র হয়ে পড়া। বাড়ি থেকে দূরে একটি কুঁড়েঘরে বিচ্ছিন্ন করে রাখে হয় তাঁকে। এমনকী, এই ঘরেই রাতে সেই মহিলাকে ঘুমাতে হয়। এই প্রথা বন্ধ করতেই নেপাল সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আর যদি কোনও ব্যক্তি এই অমানবিক ঘটনা ঘটান, তাঁর জেল বা জরিমানাও হতে পারে জানিয়ে দিয়েছে নেপাল পার্লামেন্ট।
কয়েক মাস আগে এই প্রথা অনুযায়ী, এক কিশোরীকে তার পিরিয়ডের সময়ে একটি কুঁড়েঘরে রাখা হয়। আর সেই অপরিচ্ছন্ন কুঁড়েঘরেই সাপের কামড়ে মৃত্যু হয় তার। এই ঘটনা ঘটার পরে টনক নড়ে নেপাল সরকারের। তাই নেপাল সরকার জানিয়ে দেয়, কোনও মহিলাকে এই প্রথা পালন করতে বাধ্য করা হলে, দোষীর ৩০০০ টাকা জরিমানা বা তিন মাস পর্যন্ত জেল, বা দুটোই হতে পারে। যদিও ‘চৌপদ্দি’ নামের এই প্রথাকে আগেই নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল নেপাল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই ঘোষণাকে কেউ গুরুত্ব দেয়নি।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস