শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০১:৩৪:৪৫

ছবি যখন কথা বলে : একফ্রেমে ইন্দিরা-হাসিনা

ছবি যখন কথা বলে : একফ্রেমে ইন্দিরা-হাসিনা

এক্সক্লুসিভ ডেস্ক : এক বাক্যে স্বীকার করতে হবে ছবিটি ঐতিহাসিক। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী লৌহমানবী হিসেবে যার খ্যাতি ছিল সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবির আরেকজন হচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিপত্নী শুভ্রা মুখার্জি। সম্প্রতি ছবিটি প্রকাশ করেছেন প্রণব মুখার্জীর কন্যা ও কংগ্রেস নেত্রী শরমিষ্ঠা মুখার্জি। ছবিটি প্রকাশ হয়েই ভারত-বাংলাদেশ দুই দেশেই ভাইরাল হয়ে যায়।

ভাইরালতো হওয়ারই কথা! একসাথে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রাখা বিদেশি বন্ধু তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে