রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৮:৫১:৪২

যে নামে চেনেন, সেটা এঁদের আসল নাম নয়-জেনে নিন কার নাম কী

যে নামে চেনেন, সেটা এঁদের আসল নাম নয়-জেনে নিন কার নাম কী

বিনোদন ডেস্ক: মুহাম্মদ ইউসুফ খানকে চেনেন? অনেকে হয়তো ভ্রু কোঁচকাবেন। অথচ ইনি কিন্তু অনেকের চোখেই বলিউডের সর্বকালের সেরা অভিনেতা। যদিও তাঁকে সবাই দিলীপ কুমার নামেই চেনে।

যখন অভিনয় করতে বলিউড পাড়ায় পা রাখেন, প্রযোজনা প্রতিষ্ঠান বোম্বে টকিজের স্বত্বাধিকারী দেবীকা রানির পরামর্শে নামটা বদলে ফেলেন দিলীপ। ধারণা করা হয়েছিল, মুসলমান নামের একজন অভিনেতা সামাজিক বাধার মুখে পড়বেন। দেবীকা রানির প্রস্তাব ছিল দুটি নাম—জাহাঙ্গীর বসুদেব, নইলে দিলীপ কুমার।

শুধু বর্ষীয়ান এই তারকাই নন, বলিউডের আরও তারকা আছেন, যাঁরা আসল নাম লুকিয়ে পর্দায় উপস্থিত হয়েছেন ভিন্ন নামে। পরিচালক কিংবা প্রযোজকদের পরামর্শে, নামটাকে রুপালি পর্দার উপযোগী করে তুলতে। কেউ কেউ নাম বদলেছেন জ্যোতিষীর পরামর্শে। কেউ পুরো নাম না বদলেও নামের বানানের ধরন বদলেছেন।
নিজের আসল নামটাই বদলে ফেলেছেন এমন তারকাদের আসল নাম জেনে নিন—

দিলীপ কুমারের আসল নাম মুহাম্মদ ইউসুফ খান।
মধুবালার আসল নাম ছিল মুমতাজ বেগম জেহান দেহলবি।
হরিভাই জারিওয়ালা নাম পরিবর্তন করে হয়েছেন সঞ্জীব কুমার।
জিতেন্দ্রর আসল নাম রবি কাপুর।
মনোজ কুমারের নাম আসলে হরিকৃষ্ণ গিরি গোস্বামী।
দেব আনন্দের পুরো নাম ধর্ম দেব আনন্দ।
কৌতুকশিল্পী জনি ওয়াকারের আসল নাম বদরুদ্দিন জামালুদ্দিন কাজী।
দক্ষিণের তারকা রজনীকান্তের আসল নাম শিবাজী রাও গায়কোয়াড়।
জন রাও ছিল জনি লিভারের আসল নাম। অভিনয় শুরু করার আগে কাজ করতেন ‘হিন্দুস্তান লিভার’-এ। সেখানকার স্মৃতি ধরে রাখতে নিজের নামে ‘লিভার’ যোগ করেছেন।
প্রীতি জিনতার আসল নাম প্রীতম জিনতা সিং।
সানি লিওনের নাম আসলে করেনজিৎ কৌর ভোরা।
মল্লিকা শেরাওয়াতের আসল নাম রিমা লাম্বা।
মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
রেখার আসল নামটা ছিল ভানুরেখা গনেশান।
রাজ কুমারের আসল নাম কুলভূষণ পণ্ডিত।
কিশোর কুমারের নাম আসলে ছিল আভাস গাঙ্গুলী।
অক্ষয় কুমারের আসল নামটা রাজীব হরি ওম ভাটিয়া।
অজয় দেবগনের আসল নাম বিশাল দেবগন।
যতীন খান্না খ্যাতি লাভ করেন রাজেশ খান্না নামে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে