সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ১২:৩৬:৪৫

জেনে নিন, স্মার্টফোন হারিয়ে গেলে কীভাবে লোকেশন ট্র্যাক করবেন?

জেনে নিন, স্মার্টফোন হারিয়ে গেলে কীভাবে লোকেশন ট্র্যাক করবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোন ছাড়া একটা মিনিটও অচল। সকালে ওঠা থেকে রাতে ঘুমোতে ‌যাওয়া প‌র্যন্ত স্মার্টফোন হাতের কাছে না থাকলে একা একা লাগে। সেই স্মার্টফোনটিই ‌যদি হারিয়ে ‌যায়! তাহলে তো গোটা দুনিয়াই অন্ধকার। কীভাবে হারিয়ে ‌যাওয়া স্মার্টফোন খুঁজে বের করবেন?

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে হারিয়ে ‌যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া সম্ভব। কোথাও খোওয়া গেলে বা চুরি হলে আপনি লোকেশন জানতে পারবেন। ফোনটি পাওয়া না গেলে লক করে দিতে পারবেন। এমনকি সমস্ত জরুরি তথ্য গোপন করাও সম্ভব। android.com/find ওয়েবসাইটে গিয়ে ফোনের লোকেশন জানতে পারা ‌যাবে। স্যামনসাংয়ের ফোনে 'Find my mobile’ অপশন রয়েছে। এর মাধ্যমে ফোনটি ট্র্যাক করা ‌যাবে।

আইফোনের জন্য কী করতে হবে? সেটিংয়ে ‌iCloud- activate ''Find my iPhone'' ‌যান। প্রাইভেসি সেটিংয়ে লোকেশন সার্ভিস অপশন অন করুন। ফোন হারিয়ে গেলে icloud.com/find লগ ইন করতে হবে। 'Find My iPhone' অ্যাপও রয়েছে। মনে রাখতে হবে আপনার স্মার্টফোনটি অন থাকলে বা মোবাইল নেটওয়ার্কিংয়ে থাকলেই ট্র্যাক করা সম্ভব।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে