মৃত ব্যক্তিদের জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে যারা
এক্সক্লুসিভ ডেস্ক : মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর আবার যে ফিরে আসবে স্বজনদের মাঝে এমন ধারণা নিতান্তই ভুল। তারপরও ফুল ও পছন্দের খাবার সাজিয়ে অঞ্চলটির মানুষ অপেক্ষা করেন মৃত স্বজনদের জন্য।
বছরের একটি নির্দিষ্ট সময় মৃত আত্মীয়রা ফিরে আসে- এ বিশ্বাস থেকে লাতিন আমেরিকার মেক্সিকোতে পালিত হয় মৃতদের দিন। নভেম্বরের প্রথম দুটি দিন ফুল ও পছন্দের খাবার সাজিয়ে মৃত ব্যক্তিদের জন্য অপেক্ষা করেন তারা।
মিছরি ও চকলেট দিয়ে তৈরি খুলিগুলো হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের বোঝায়। প্রিয় মানুষগুলো যেসব খাবার পছন্দ করত, সেই খাবারগুলোই এদিন টেবিলে সাজানো হয় তাদের মনে করে।
সেই সাথে থাকে সেম্পাসুচিল আর কমলা রঙের গাঁদা ফুল, যেগুলোকে মেক্সিকোতে ‘মৃতদের ফুল’ বলে মনে করা হয়। মেক্সিকানরা দিনটিতে প্রিয় মৃত স্বজনদের মূর্তি বা ছবি বানিয়ে সেগুলোকে ফুল দিয়ে সাজায়। তার চারপাশে রাখা হয় সেই স্বজনদের প্রিয় সব খাবার-দাবার।
১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�