মেজর জিল্লুর রহমান (অব.): দেখুন ভাবুন, ত্রিপুরা রাজ্যের আগরতলার প্রথিতযশা রাজনৈতিক মেয়র ড. প্রফুল্লজিত সিংহ। প্রতিদিন যিনি নিজে বাজার করে, রিকশায় চড়ে চলাফেরা করেন।
আর আমার দেশের মেয়র, উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এমনকি ইউপি চেয়ারম্যান-মেম্বাররাও পাজেরো হাঁকিয়ে দাঁপিয়ে বেড়ান শহর আর গ্রাম। কবে জনদরদী নেতা পাবো আমরা। বিলাসিতা আমাদের নেতাদের যোগ্যতার মাপকাটি হয়ে দাঁড়িয়েছে! হতভাগ্য জাতি কবে পাবে এমন সাদামাটা মা, মাটির নেতা।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস