মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০১:১৫:১১

তিনটে টিউবলাইট, তিনটে পাখা ও টিভি চালিয়ে বিদ্যুৎ বিল ৩৮০০ কোটি!

তিনটে টিউবলাইট, তিনটে পাখা ও টিভি চালিয়ে বিদ্যুৎ বিল ৩৮০০ কোটি!

এক্সক্লুসিভ ডেস্ক : হাতে ইলেকট্রিক বিল পেয়ে চোখে সরষেফুল তো দেখেছিলেন আগেই, কিন্তু সেই ইলেকট্রিক বিলই যে চোখের সামনে অন্ধকার নামিয়ে আনবে, তা ভাবতেও পারেননি ভারতের ঝাড়খন্ডের জামশেদপুরের বি আর গুহ এবং তার গোটা পরিবার৷

প্রথমটা ভেবেছিলেন ভুল৷ কিন্তু সেই ভুলের মাশুল এখন অন্ধকারে বসে বসেই গুণছেন গুহবাবু! বাড়িতে ঘর বলতে তিনটে৷ তিনটে টিউব লাইট, তিনটে পাখা আর টিভি! বাড়িতে ইলেট্রনিক জিনিস বলতে এসবই৷ কিন্তু এর জন্য ইলেকট্রিক বিলের অঙ্ক ৩৮০০ কোটি টাকা!

বিল হাতে পেয়ে রীতিমতো মাথা ঘুরেছে গুহ পরিবারের৷ উপায় না পেয়ে প্রথমেই অভিযোগ করেছেন বিদ্যুৎ দফতরে৷ কিন্তু তাতে কোনও লাভই হয়নি৷ উলটে বিল না দেওয়ায় বাড়ি থেকে বাদ পড়েছে ইলেকট্রিক৷

ঝাড়খন্ড ইলেকট্রিসিটি বোর্ড এই ঘটনা নিয়ে কোনওরকম মুখ খুলতে চাইছে না৷ অন্যদিকে গুহ পরিবারের মাথায় হাত৷ কীভাবে জোগার করবেন এত টাকা? অন্যের ভুলে কী তাহলে মাশুল গুণতে হবে তাদেরই! থাকতে হবে ইলেকট্রিসিটি বিনা অন্ধকারে!

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে