বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০২:১৩:০৩

১০ হাজার ডিম দিয়ে তৈরি হলো ‘জায়েন্ট’ ওমলেট!

১০ হাজার ডিম দিয়ে  তৈরি হলো ‘জায়েন্ট’ ওমলেট!

এক্সক্লুসিভ ডেস্ক: ডিম-এর ওমলেট তো খেয়েছেন। কিন্তু, ১০ হাজার ডিম দিয়ে তৈরি ওমলেট খেয়েছেন কখনও? অবাক লাগছে শুনতে? কিন্তু, বেলজিয়ামে এবার ১০ হাজার ডিম দিয়েই তৈরি করা হল একটি ‘জায়েন্ট’ ওমলেট।

জানা যাচ্ছে, বেলজিয়ামের ন্যাশনাল ফেস্টিভ্যাল উপলক্ষ্যেই দক্ষ কিছু শেফ দিয়ে তৈরি করানো হয় ওই ওমলেট। আর ওই ওমলেটে ব্যবহার করা হয় বেকন এবং সবুজ পেঁয়াজ। একটি বড় প্যানে পেঁয়াজ এবং বেকন দিয়েই তৈরি করা হয় ওই ‘বিগ’ ওমলেট। যা দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে যাবে আপনার।

ওই ওমলেট তৈরি তৈরি করার পর তা সেখানকার সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়।-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে