শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ০৭:৫৬:৩৭

সানি লিওনকে টেক্কা দিতে আসছেন 'হট বেবী' তাহমিনা

সানি লিওনকে টেক্কা দিতে আসছেন 'হট বেবী' তাহমিনা

বিনোদন ডেস্ক: বলিউডে পা রাখতে চলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত নামি মডেল তাহমিনা আফজাল। আর তা হলে খোলামেলা দৃশ্যে দুর্দান্ত সাহসী তাহমিনা হয়ে উঠতে পারেন বলিউডের আরেক অভিনেত্রী সানি লিওনের জন্য হুমকি।

বলিউডের রূপালি পর্দায় সানি লিওনের খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে আবেদননির্ভর ছবিতে নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথমেই থাকছেন সানি। এবার সানি লিওনকে টেক্কা দিতে শিগগিরই বলিউডে পা রাখছেন 'হট বেবী' তাহমিনা।

পাকিস্তানি তাহমিনা আফজাল শুধু নামি মডেলই নন, দুর্দান্ত সফটবল খেলোয়াড়ও। মার্কিন যুক্তরাষ্ট্রে কেটেছে তার ছোটবেলা। খেলাধুলার জন্য নিউইয়র্কে স্কলারশিপও পেয়েছেন। পড়াশোনায় ব্যাচেলর ডিগ্রি শেষ করে মডেলিং ক্যারিয়ারকেই বেছে নেন। কয়েকটি মিউজিক ভিডিওতে সাহসী লুকের কারণে দুনিয়াজুড়ে বিতর্কিত তাহমিনা আফজাল।

পাকিস্তানেও তুমুল সমালোচনার মুখে পড়েন। যদিও সেসব সমালোচনাকে উড়িয়ে দিয়ে দুই সন্তানের জননী ৩০ বছর বয়সী তাহমিনার বক্তব্য, ‌'নিজের সুন্দর শরীরটা দেখিয়ে কারো কোনো ক্ষতি তো করছি না। আমার সমর্থনে কয়েক হাজার পুরুষ পাশে রয়েছেন।'
তাহমিনা আরও বলেন, 'আমার পরিবারও পাশে রয়েছে। তাই সমালোচনাকে ভয় পাই না।' আর তাই এবার বলিউড পাড়ায় তার পা রাখার গুঞ্জনে অনেকেই বলতে শুরু করেছেন, সানি লিওনকে টেক্কা দিতে তাহমিনাই যথেষ্ট!
এমটিনিউজ২৪ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে