রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ০৮:৪০:২১

আকাশে ঝুলছে একরাশ মেঘ! এটা আসলে কি?

আকাশে ঝুলছে একরাশ মেঘ! এটা আসলে কি?

এক্সক্লুসিভ ডেস্ক: ধূলিমেঘের দিকে আপাতত কেন্দ্রীভূত ব্রাজিলের মন। ব্রাজিলিয়ান সিটির উপরে এখন অবস্থান করছে একটি বড় ধূলিমেঘ। মাথার উপর ধূলিমেঘ দেখে দেশবাসী এখন বিভ্রান্ত।

টেক্সেইরা দে-ফ্রেইতাসের পেট্রোল স্টেশনের একটি ভিডিও প্রকাশ পেয়েছে মিডিয়ায়। এটি দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। বৃহস্পতিবার বিকেলে এই ভিডিওটি শুট করা হয়েছে। সূর্যাস্তের সময় দৃশ্যটি বেশ মনোরম ছিল। অনেকে ঘটনাটি নথিভুক্ত করার জন্য সোশাল মিডিয়ার সাহায্য নেন। যে দৃশ্যটি ক্যামেরায় ধরা হয়েছিল, সেটি অনেকটা উল্কার মতো লাগছিল।

কিন্তু, মেঘটি পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে “মেঘটি উল্কার মতো লাগছিল। সত্যি কথা বলতে কী, আমিও ভয় পেয়ে গিয়ছিলাম। ভেবেছিলাম, ওটা একটা টর্নেডো। জানিয়েছেন, মাগালহায়েস। ইনস্টাগ্রাম ইউজার আইরেনি জানিয়েছেন,আল্লাহ্‌র পারফেক্ট কাজ

এলাকার মেটেরোলজিস্টদের মতে, ওটি একটি ডাস্ট ক্লাউড বা ধূলিমেঘ ছিল। এমাসের গোড়ার দিকে উত্তর চীনের একটি শহরে ধূলিঝড় হয়। ঘটনায় আতঙ্কিত ছিল এলাকাবাসী। ২ অগস্ট মঙ্গোলিয়ার এজিনায় একটি ভিডিও তোলা হয়। সেটিও ছিল ধূলিঝড়ের ভিডিও।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে