রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ০৩:১৮:৪৪

৭০ বছর পরে খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই যুদ্ধজাহাজ, প্রকাশ্যে এল অজানা সব তথ্য

৭০ বছর পরে খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই যুদ্ধজাহাজ, প্রকাশ্যে এল অজানা সব তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক: ৭০ বছর পরে খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই যুদ্ধজাহাজ, জানা গেলো অজানা সব তথ্য।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সাবমেরিনের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মার্কিনি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ উঠে এল প্রকাশ্যে৷

ইউএসএস ইন্ডিয়ানোপেলিসের ধ্বংসাবশেষ ৭০সাল পরে পাওয়া গেল৷ অনুসন্ধানকারীরা জানান, ফিলিপিন সাগরে ৫.৫কিলোমিটার নিচে এই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়৷ এই যুদ্ধজাহাজের অনুসন্ধানকারীদের নেতৃত্ব দেন পল অ্যালেন৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে পরমাণু বোমার অংশ পৌঁছনোর কাজে এই জাহাজটির গোপন অভিযান সম্পূর্ণ হওয়ার পরই একে নিশানা করা হয়৷ মার্কিন নৌসেনাবাহিনীর ইতিহাসবিভাগের মতে, হামলার মাত্র ১২মিনিট পরেই এই জাহাজটি ডুবে যায়, এবং তাই বিপদের সময় কোনও রকম বার্তাও আদানপ্রদান করতে পারেনি৷

মার্কিন নৌসেনাবাহিনীর মতে, জাহাজে থাকা ১,১৯৬জন নাবিক এবং সেনার মধ্যে এই হামলার পরে ৮০০জন বেঁচে যায়, কিন্তু হাঙরে ভর্তি সমুদ্রে জীবনমরণ লড়াই করার পর মাত্র ৩১৬জন প্রাণে বেঁচে যায়৷ যার মধ্যে এখনও ২২জন জীবিত রয়েছে বলে জানা গিয়েছে৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে