রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ০৩:২৬:৩৭

বিমানের জানালা দিয়ে একটি দৃশ্য চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তারপর...

বিমানের জানালা দিয়ে একটি দৃশ্য চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তারপর...

এক্সক্লুসিভ ডেস্ক: স্পেন থেকে বার্মিংহামের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। আচমকা জানালা দিয়ে একটি দৃশ্য চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাদের ধাড়া করছে একটি ফরাসি যুদ্ধবিমান! কিন্তু কেন? প্রায় ১৫ মিনিট ধরে পাশে পাশে উড়তে দেখা যায় ওই যুদ্ধবিমানটিকে।

সারা হ্যাটফিল্ড নামে এক যাত্রী জানিয়েছেন, তিনিই প্রথম ওই দৃশ্য দেখতে পান। স্পেনের মালাগা থেকে স্বামীর সঙ্গে ব্রিটেনে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল তাদের ১৩ বছরের মেয়েও। তিনি খুব সূক্ষভাবে দেখার চেষ্টা করেন, কি লেখা আছে ওই বিমানের গায়ে।

যাত্রীরা বিষয়টি চোখে পড়তে কেবিন ক্রুকে জানান। তারা পাইলটকেও জানায় ওই ঘটনার কথা। পরে বিমানের তরফ থেকে যাত্রীদের জানানো হয় যে আতঙ্কের কোনও কারণ নেই। গত শুক্রবার এই ঘটনা ঘটেছে।

কি কারণে Flight LS1204-এর পিছু ধাওয়া করছিল ফরাসি যুদ্ধবিমান, সেটা জানতে চাওয়া হয়েছে ফ্রান্সের কাছে। এতটাই কাছে এসে গিয়েছিল ওই যুদ্ধবিমান যে তার গায়ের লেখাটিও স্পষ্ট পড়তে পারছিলেন যাত্রীরা। এত কাছ থেকে ফাইটার জেট দেখে উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে