এক্সক্লসিভ ডেস্ক: 'টু হট'! খোলামেলা। আর তাই এবার এক মডেলকেই ব্যান করে দেওয়া হল। যার মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলামেলা পোশাকে সবচেয়ে বেশি মাত্রায় 'উত্তেজক' ছবি পোস্ট করে মার্কিন মডেল এলে জনসন।
খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে বেশ পরিচিতি পান ইনস্টাগ্রামে। কিন্তু এবার সেই ছবির জন্যই তাঁকে ব্যান করে দিল কর্তৃপক্ষ। অভিযোগ, ছবিগুলি 'একটু' বেশি মাত্রাতেই 'উত্তেজক'।
যদিও এহেন আচরণকে এলা বৈষম্যমূলক আচরণ বলেই দাবি করেছেন। জানিয়েছেন, শারীরের সুস্থতা সম্বন্ধে সচেতনতা বাড়াতেই তাঁর এই 'ফ্রি দ্যা ক্লিভেজ' ক্যাম্পেন। তবে এর আগেও একবার এলাকে ব্যান করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস