রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ০৭:৩৯:৩৪

৭২ বছর পর খোঁজ মিলল হিরোশিমার বোমা বহনকারী মার্কিন জাহাজের

৭২ বছর পর খোঁজ মিলল হিরোশিমার বোমা বহনকারী মার্কিন জাহাজের

এক্সক্লুসিভ ডেস্ক: ৭২ বছর পর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ডুবে যাওয়া যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষের। ইন্ডিয়ানাপলিস নামে এই যুদ্ধজাহাজটি ছিল মার্কিন নৌসেনার। প্রশান্ত মহাসাগরের ১৮ হাজার ফুট গভীরে তার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে শনিবার জানিয়েছে মার্কিন নৌসেনা।

৩০ জুলাই ১৯৪৫। পরমাণু বোমা তৈরির উপকরণ মার্কিন বাহিনীর কাছে পৌঁছে দিয়ে ফিরছিল যুদ্ধজাহাজ ইন্ডিয়ানাপলিস। ঠিক তখনই জাপানি সাবমেরিন টর্পেডো হামলা চালায় তার উপর। যার জেরে মাত্র ১২ মিনিটের মধ্যেই বিশালাকার এই জাহাজটি ডুবে যায় সমুদ্রগর্ভে। এক হাজার ১৯৬ জন ক্রু মেম্বারের মধ্যে বেঁচে যান আটশো জন। এঁদের মধ্যে অবশ্য বাঁচানো সম্ভব হয় মাত্র ৩১৬ জনকে। বাকিদের বেশির ভাগই অনাহার এবং ডিহাইড্রেশনে মারা যান।

এরপর থেকে অনেক সন্ধান করেও খোঁজ মেলেনি ইন্ডিয়ানাপলিসের। শেষে ২০১৬ সালে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পল অ্যালেনের তত্ত্বাবধানে সিভিলিয়ান রিসার্চের একটি দল প্রশান্ত মহাসাগরের মাঝে দেড় হাজার বর্গ কিলোমিটার জায়গা চিহ্নিত করে তল্লাশি শুরু করে। সম্প্রতি খোঁজ মেলে জাহাজটির ধ্বংসাবশেষের। পল জানান, ধ্বংসাবশেষের গায়ে ইন্ডিয়ানাপলিস নামটা অক্ষত থাকায় সহজেই তাকে চেনা গিয়েছে। তবে ধ্বংসাবশেষ ঠিক কোন জায়গায় রয়েছে তা জানাতে চায়নি মার্কিন নৌসেনা।-আনন্দবাজার
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে