এক্সক্লুসিভ ডেস্ক: প্রবল বর্ষণের ফলে বাংলার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে। বিচ্ছিন্ন হয়েছে উত্তর ও দক্ষিণ রেল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু তারই মধ্যে ভাইরাল হল এক অদ্ভুত ভিডিও। কোচবিহারের রাস্তাতেই বন্যার জলে ভেসে এল মস্ত এক কাতলা মাছ।
ভিডিওতে দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দাদের মধ্যে হুলুস্থুল পড়ে গিয়েছে। প্রথমটা তাঁরা বুঝতে পারেননি যে কী ভেসে উঠছে বন্যার জলে। অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার পরেই দেখা যায়, কোনও ক্ষতিকারক প্রাণী নয়, এক বিশাল কাতলা মাছ ভেসে এসেছে বন্যার জলে।
কাতলা মাছটির ওজন ১০ কেজিরও বেশি বলে জানা গিয়েছে। মাছটি এতটাই শক্তিশালী ছিল যে তাকে ধরতে হিমশিম খাচ্ছিল এলাকার বাসিন্দারা। অবশেষে বাগে আনা যায় মাছটিকে। বন্যার মধ্যে এলাকা জুড়ে পিকিনিক করার এক অজুহাত পেয়ে, আনন্দে মেতে ওঠে প্রত্যেকে।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস