এক্সক্লুসিভ ডেস্ক: খাওয়ার সময় বিষম খেয়েই প্রাণ হারালেন ২৬ বছরের বডি বিল্ডার ডালাস ম্যাককার্ভার। তিনি মহিলা রেসলিং স্টার ডানা ব্রæকের প্রেমিকও ছিলেন। ম্যাককার্ভারের এক বন্ধু জানান, মঙ্গলবার সকালে তাকে অচেতন অবস্থায় নিজ বাসভবনে পাওয়া যায়।
ম্যাককার্ভারের প্রেমিকা রেসলিং স্টার ডানা ব্রুক জানান, মৃত্যুর কিছুক্ষন আগেই ম্যাকের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ফোনে কথা বলার সময় খাদ্য গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন ম্যাক। এক পর্যায়ে ‘তোমাকে ভালোবাসি’ এই কথাটুকু বলে ফোনের লাইন কেটে ডানার কাছ থেকে বিদায় নেন তিনি।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে ডানা বলেন, ‘আমি বিশ্বাস করি খাদ্য গ্রহণের সময় বিষম খেয়েই তার মৃত্যু হয়েছে।’
মৃত্যুর একদিন আগেই জিমে থাকা অবস্থায় ম্যাককার্ভার ইনস্টাগ্রামে তার সুস্বাস্থ্যের একটি ভিডিও পোস্ট করেছিলেন। নিজের শরীর নিয়ে আত্মপ্রশান্তির কথা উল্লেখ করেছিলেন সেখানে।
ছয়দিন আগেই তুরস্কের চাল, এভোক্যাডো এবং প্রোটিন পাউডারের একটি বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছিলেন। তিনি ছিলেন পরিচিত মুখ। সর্বশেষ মিস্টার ওলিম্পিয়া বডি বিল্ডিং প্রতিযোগীতায় তিনি বিশ্বে আট নম্বর স্থানে আছেন বলে স্বীকৃতি পান।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস