বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০৭:০০:০৬

প্রতিদিন প্রায় ১৯ লাখ টাকা আয় করেন তিনি

প্রতিদিন প্রায় ১৯ লাখ টাকা আয় করেন তিনি

এক্সক্লুসিভ ডেস্ক: নয়ের দশকের জনপ্রিয় জঁর ইন্ডিপপ। ইন্ডিপপের সেই দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ফাল্গুনী পাঠক। তাঁর প্রথম ভিডিও অ্যালবামই সাড়া ফেলেছিল সংগীতের দুনিয়ায়। গান ছাড়াও ছেলেদের পোশাকে ফাল্গুনীর স্টাইল স্টেটমেন্ট ছিল নজরকাড়া।

তাঁর গানে তাল মিলিয়েছিল সারা দেশের যুবক-যুবতীরা। মিষ্টি গলার সেই গায়িকা কালের নিয়মে মুছে গেছেন বলিউডের প্রথম সারি থেকে। কিন্তু এখনও তাঁর অনেক গান সমান জনপ্রিয়। নতুন অ্যালবাম রিলিজ না করলেও তিনি কিন্তু হারিয়ে যাননি। এখনও লাইভ শোতে তিনি এই প্রজন্মের গায়ক গায়িকাদের মতো সমান জনপ্রিয়।

বারবার তাঁর এই জনপ্রিয়তা চোখে পড়ে নবরাত্রির সময়ে। নবরাত্রির নয়দিনে জমিয়ে শো করেন ফাল্গুনী। ডান্ডিয়া উৎসবে তাঁর চাহিদা থাকে তুঙ্গে। এখনও তাঁর ভক্তের সংখ্যা অগুণতি। আর এই নয়দিনেই কোটি টাকা রোজগার করেন এই গায়িকা।

জানা গিয়েছে, বছরের ওই নয়দিনে ফাল্গুনীর রোজগার ২ কোটি ৮ লাখ টাকা। কর বাদ দিয়ে তিনি হাতে পান ১ কোটি ৭৫ লাখ টাকা। হিসেব মতো এই ন’দিনে তাঁর প্রতিদিনের রোজগার প্রায় ১৯ লাখ টাকা। তাই সারাবছর আর কোনও শো না করলেও দিব্যি চলে যায় এই ডান্ডিয়া ক্যুইনের। এবছর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নবরাত্রি, তারই প্রস্তুতিতে আপাতত ব্যস্ত ফাল্গুনী।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে