বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ০২:৩৯:৪৪

জেনে নিন, রাজ্জাক সম্পর্কে কিছু অজানা তথ্য, যা আপনি জানেন না...

জেনে নিন, রাজ্জাক সম্পর্কে কিছু অজানা তথ্য, যা আপনি জানেন না...

বিনোদন ডেস্ক  :    ২১ আগস্ট না ফেরার দেশে চলে গেছেন নায়করাজ রাজ্জাক। সদ্যপ্রয়াত এই মহাতারকাকে নিয়ে তার কাছের মানুষদের রয়েছে নানা গল্প, নানা স্মৃতি।

সবাই যা জানেন তার বাইরেও ছিল রাজ্জাকের ভুবন। সে রকম কিছু অজানা বিষয় তুলে ধরা হলো পাঠকদের জন্য। এবার জেনে নিন, রাজ্জাক সম্পর্কে কিছু অজানা, যা আপনি জানেন না:-

* শৈশবে ফুটবলে গোলকিপার হয়ে সুনাম কুড়িয়েছেন।

* বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পরিচালক আবদুল জব্বার খানের সহকারী পরিচালক হিসেবে চাকরি করেছেন ইকবাল ফিল্মসের ব্যানারে।

* ষাটের দশকের ব্যস্ত রোমান্টিক নায়ক রহমান দুর্ঘটনায় পা হারানোর পর তখনকার রোমান্টিক নায়কের অভাব পূরণে রাজ্জাক ছিলেন প্রথম নায়ক।

* উর্দু চলচ্চিত্রের আধিপত্য থেকে বাংলা চলচ্চিত্রের অবস্থান তৈরি হয় রাজ্জাকের মাধ্যমে।

* চিত্রালী পত্রিকার সম্পাদক আহমদ জামান চৌধুরী রাজ্জাকের বৈচিত্র্যপূর্ণ কাজের জন্য তাঁকে নায়করাজ উপাধি দেন।

* অভিনেতা ও পরিচালকের পাশাপাশি চলচ্চিত্রে তাঁর আরও দুটি পরিচয় তিনি প্রযোজক ও পরিবেশক।

* বাংলাদেশি প্রথম পূর্ণাঙ্গ কমেডি ছবি ১৩ নং ফেকু ওস্তাগার লেন-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন।

* নায়কের পাশাপাশি তখনকার অন্যান্য ব্যস্ত নায়কদের ছবিতে অতিথি চরিত্র করেছেন। যেমন অতিথি, মাসুদ রানা।

* জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতকে প্রথমবার চলচ্চিত্রে আনেন চাঁপা ডাঙ্গার বউ ছবিতে খল চরিত্রে।

* কলকাতায় প্রথম দিকে শিলালিপি ও পঙ্কতিলক নামে দুটি ছবিতে অভিনয় করেন।

* আশির দশকে কিছু মানসিক দুশ্চিন্তার কারণে রাজ্জাক একা থাকতেন। চিত্রালী পত্রিকায় সংবাদ হয়েছিল যার শিরোনাম ছিল ‘নিঃসঙ্গতাই এখন রাজ্জাকের অসুখ’।

* নব্বইয়ের দশকের শেষের দিকে টালিউডি বাংলা চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে রাজ্জাক ছিলেন তাদের বড় অভিভাবক। তাঁর পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় সেখানে বাণিজ্যিক চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়ায়। বিশেষ করে বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু ছবির রিমেকের মাধ্যমে।

* মৃত্যুর পরও রাজ্জাক ক্যামেরাবন্দী হবেন ‘দাফন-কাফন’ নামে একটি ডকুমেন্টারিতে।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে