শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭, ০৯:১৭:৩৯

মেয়েদের ঝগড়ার কোন কোন রূপ দেখেছেন আপনি! এটি দেখলে চমকে যাবেন

মেয়েদের ঝগড়ার কোন কোন রূপ দেখেছেন আপনি! এটি দেখলে চমকে যাবেন

এক্সক্লুসিভ ডেস্ক : অসম থেকে হাত ফেরতা হয়ে এই ভিডিও এসে জমা হয় আমাদের ভাঁড়ারে। এ জিনিস নিজের কাছে রাখা অসম্ভব। এমন বস্তু চেপে রাখলে পেট ফাঁপে, বদহজম হয়, রাত্রে ঘুম হয় না।

কবি সুকান্ত ভট্টাচার্য বেঁচে থাকলে আর এই ভিডিও দেখলে লিখেই ফেলতেন— ‘‘এমন ঝগড়া কখনও দেখেনি কেউ/ দিকে দিকে নাচে উন্মাদনার ঢেউ’’। সত্যি, এমন ঝগড়া কেউ কোথাও দেখেছেন বলে তো মনে পড়ে না। এক আশ্চর্য নৃত্যরসভঙ্গিমা। পুরষের রুদ্রনাচকে ‘তাণ্ডব’ বলে। কিন্তু এ তো নারীর নাচ। কী বলবো একে ‘তাণ্ডবী’।

সূত্র বলছে, অসম থেকে হাত ফেরতা হয়ে এই ভিডিও এসে জমা হয় আমাদের ভাঁড়ারে। এ জিনিস নিজের কাছে রাখা অসম্ভব। এমন বস্তু চেপে রাখলে পেট ফাঁপে, বদহজম হয়, রাত্রে ঘুম হয় না।

কারা এঁরা? এঁরা কি সমাজ-সীমানার প্রান্তে দাঁড়িয়ে ফুৎকারে ওড়াচ্ছেন যাবতীয় নিয়ম আর শৃঙ্খলার কোড-কে? নাকি এই ঝগড়া একটা রীত-রেওয়াজ। রাজস্থানের রুদালিদের মতো পেশাদার ঝগড়াটেদের ভাড়া পাওয়া যায় ভারতের কোনও এক প্রান্তে?

ইতিহাসবিদ তপন রায়চৌধুরীর সাক্ষ্য থেকে জানা যায়, পূর্ববঙ্গের কোথাও কোথাও গালাগাল দেওয়ার জন্য পেশাদার লোক ভাড়া পাওয়া যেত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে এমন লোক উঠে আসে, যাকে খানিকটা চা খাওয়ালে মন-খুশ খিস্তি দিয়ে লাট করে দিতে পারে। এই ঝগড়াটেরা কি তেমন সুপারি নেন? নিলে অনেক কাজ হয়।

মাইরি বলছি, এমন বিশুদ্ধ আর উদ্ভাবনী ঝগড়া পিতৃপুরুষের কালে কেউ দেখেছেন বলে মনে হয় না! এনজয় করুন। আর দিকে দিকে শেয়ার করে ফাটিয়ে দিন।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে