রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ০৫:৫২:৩৮

আদালতের নির্দেশের পর কীভাবে চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন রাম রহিম?

আদালতের নির্দেশের পর কীভাবে চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন রাম রহিম?

এক্সক্লুসিভ ডেস্ক: জোড়া নারী নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পালিয়ে ‌যাওয়ার ছক কষেছিলেন ডেরা সচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের সাহা‌য্যেই তিনি চম্পট দিতে চেয়েছিলেন বলে দাবি হরিয়ানা পুলিশের।

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান রাম রহিম। তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন হরিয়ানা পুলিশের কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। তাঁদের সাহা‌য্যেই নিজের গাড়িতে আদালত চত্বর থেকে রাম রহিম চম্পট দেওয়ার ছক কষেছিলেন বলে সূত্রের খবর।

হরিয়ানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হাইকোর্ট চত্বরের এক কিলোমিটার দূরে জড়ো হয়েছিলেন রাম রহিমের অনুগামীরা। সেখানেই ডেরা সচ্চা সওদার প্রধানকে পৌঁছে দেওয়া হত। তারপর অনুগামীদের কাছ থেকে তাঁকে জেলে পোরা কঠিন হয়ে পড়ত। আরও প্রাণহানির আশঙ্কাও ছিল।

আদালত চত্বরে হরিয়ানা পুলিশের কয়েকজন আধিকারিক বিষয়টি আঁচ করতে পারেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি করে রাম রহিমকে কব্জায় নেন তাঁরা। পরে গ্রেফতার করা হয় ওই নিরাপত্তাকর্মীদের। অভি‌যুক্তদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে