রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ১০:১২:১২

কেন আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছিলি: বলেই গুলি করে মারলো বন্ধুকে

কেন আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছিলি: বলেই গুলি করে মারলো বন্ধুকে

এক্সক্লুসভি ডেস্ক : 'কেন, তুই আমাকে সিগারেট খেতে শিখিয়েছিলি? তোর জন্যেই আজ এই অসহ্য যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি!' অস্ফূটে এ কথা বলতে বলতেই গুড়ুম গুড়ুম! এক সময়ের প্রাণের বন্ধু লুটিয়ে পড়ল মাটিতে। রক্তে ভেসে গেল চার পাশ।

বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে দিল্লিতে। পুলিশ জানাচ্ছে, গুলি করে যিনি বন্ধুকে মেরেছেন, পশ্চিম দিল্লির একটি রেস্তোরাঁর সেই ২৫ বছর বয়সী রাঁধুনি মুস্তাকিম আহমেদ বেশ কিছু দিন ধরে ভুগছেন গলার ক্যানসারে। যম-যন্ত্রণায় জ্বলে, পুড়ে খাক হয়ে যাচ্ছে গলা।

তিনি যাকে মেরেছেন বলে অভিযোগ, মুস্তাকিমের সেই বন্ধুটি মায়ানমারের নাগরিক। ২৫ বছর বয়সী ইনায়েত। গত দেড় বছর ধরে ইনায়েত রাঁধুনির কাজ করছিল দিল্লির উত্তম নগরের একটি রেস্তোরাঁয়। শুক্রবার মুস্তাকিমকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশের জেরায় মুস্তাকিম জানিয়েছে, ইনায়েতই তাকে সিগারেটের নেশা ধরিয়েছিল। পরে সেই নেশাতেই বুঁদ হয়ে যায় মুস্তাকিম। এখন সে ভুগছে গলার ক্যানসারে। তাই ইনায়েতের ওপরে মুস্তাকিম খুব তেতে ছিল। ইনায়েতের জন্যই মারণ রোগ তার শরীরে বাসা বেঁধেছে বলে মুস্তাকিম জেরায় জানিয়েছে পুলিশকে।

ইনায়েতকে খুন করার জন্য কয়েক দিন ধরে তৈরি হচ্চিল মুস্তাকিম। দিনকয়েক আগে একটি পিস্তল কিনে ফেলে মুস্তাকিম। তারপর সেই পিস্তলটি নিয়ে সে প্র্যাকটিসও করে মুস্তাকিম। যাতে সে ইনায়েতকে নির্ভুল ভাবেই গুলি করে খুন করতে পারে।

দক্ষিণ-পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার শিবেশ সিংহ জানিয়েছেন, ''মুস্তাকিম বন্ধু ছিল ইনায়েতের। তবে মুস্তাকিমের চেয়ে কাজের দক্ষতা ও ব্যবহারে অনেক বেশি দক্ষ ছিল ইনায়েত। সে সকলের মন জয় করে নিয়েছিল। কিন্তু সিগারেট আর মারিজুয়ানায় আসক্ত হয়ে পড়ে মুস্তাকিম। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে ওই আসক্তির জন্যই গলায় ক্যানসার হয়েছে তার।

তখন সে ফিরে যায় তার গ্রামের বাড়িতে। উত্তরপ্রদেশের আমরোহায়। সেখানে গিয়ে সে বন্দুক চালানো প্র্যাকটিস করে। দিনকয়েক আগে মুস্তাকিম ফিরে আসে দিল্লিতে। মুস্তাকিমের শ্যালকের রেস্তোরাঁতেই কাজ করত ইনায়েত। তাই দিল্লিতে ফিরেই মুস্তাকিম তার শ্যালককে বলে ওকে ছাঁটাই করতে। কিন্তু ইনায়েত কাজে দক্ষ বলে মুস্তাকিমের শ্যালক তাকে ছাঁটাই করতে চাননি। এর পর সরাসরি ইনায়েতের সামনে গিয়ে তার সঙ্গে তর্ক জুড়ে দেয় মুস্তাকিম। তর্ক করতে করতেই চালিয়ে দেয় গুলি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইনায়েতকে। সেখানেই তার মৃত্যু হয়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে