মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৪:০০:০১

‘সাবধান, অ্যান্টাসিডে ক্ষতি কিডনির’

‘সাবধান, অ্যান্টাসিডে ক্ষতি কিডনির’

এক্সক্লুসিভ ডেস্ক : সামান্য গলা জ্বালা ভাব বা গ্যাস হলেই অ্যান্টাসিড সেবন করেন। অ্যান্টাসিডে এবার সতর্কবাণী। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, অ্যান্টাসিড (প্রোটন পাম্প ইনহিবিটার) অত্যাধিক সেবন করলে মারাত্মক ক্ষতি হতে পারে কিডনির। এমন তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে আমেরিকান সোসাইটি অফ নেফরোলজির একটি জার্নালে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অ্যান্টাসিড খান তাদের ক্রিনিক কিডনি অসুখ হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে ২০-৫০ শতাংশ বেশি। এর অন্যতম কারণ হলো প্রোটন পাম্প ইনহিবিটারের প্রভাবে রক্তে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে যাওয়া। তবে নিশ্চিত করে কিছু বলার আগে আরো গবেষণার প্রয়োজন আছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। ফর্টিসের সি-ডক সেন্টার অফ এক্সিলেন্স ফর ডায়াবিটিস, মেটাবলিক সিন্ড্রোম অ্যান্ড এন্ডোক্রিনোলজির চেয়ারম্যান ডা অনুপ মিশ্র জানিয়েছেন, আগেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অম্বলের চিকিত্‍‌সায় সব থেকে বেশি ব্যবহৃত পিপিআই ওষুধের বিরূপ প্রভাব পড়ে কিডনির উপরে। তবে এখনো পাকাপোক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে