বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৪:০৬:৪৮

কুঁড়ে ঘরে থেকে বিলাসবহুল বাড়িতে উঠলেন এই ক্রিকেটার

কুঁড়ে ঘরে থেকে বিলাসবহুল বাড়িতে উঠলেন এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : কুঁড়ে ঘরে থেকে বিলাসবহুল বাড়িতে উঠলেন ক্রিকেটার নাথু সিংহ । আইপিএল ও ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নাথু সিংহ। পিতা ভারত সিংহ ছিলেন সামান্য বেতনের কর্মচারি। তাঁর মাসিক আয় ছিল ৬০০০ টাকা।

দিনমজুরের কাজ করতেন তিনি। স্বল্প বেতনে সংসার চালাতে হিমসিম খেতেন। কুঁড়েঘরে থাকতে হতো নাথুদের। বাবা অনেক কষ্টে ছেলেকে ক্রিকেটার বানিয়েছেন। আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্স ও রঞ্জিতে রাজস্থানের হয়ে খেলেন তিনি।  

দু’বছর আগেও সামান্য জুতো কেনার পয়সা ছিল না তাঁর। তবে আইপিএল-এ দল পেয়ে যাওয়ায় আর্থিক সমস্যা মেটে তাঁর। আপাতত ক্রোড়পতি নাথু। কুঁড়েঘরে বড় হওয়া নাথু সিংহ এখন দেড় কোটির বাড়ি বানাচ্ছেন ভারতের জয়পুরে।

মাত্র আড়াই বর্গ গজের জমিতে তিনতলা বাংলো বানাচ্ছেন। যা দেখে চক্ষু ছানাবড়া প্রতিবেশিদের, বিশেষত, যারা তাঁকে কিছুদিন আগেও আর্থিক দুর্দশার বিরুদ্ধে লড়াই চালাতে দেখেছেন।

নিজের ছেলের কাছ থেকে পেল্লাই বাড়ি উপহার পেয়ে আবেগে আপ্লুত পিতা ভারত সিংহ নিজেও। স্থানীয় প্রচারমাধ্যমে ভারত সিংহ জানিয়েছেন, ছেলে কঠোর পরিশ্রম করত। পরিশ্রমে কোনও ফাঁক রাখেনি। তাই ছেলে তারকা ক্রিকেটার হতে পেরেছে। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে