বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৬:৩৮:৩৫

রাম রহিমকে উচিত শাস্তি দিয়ে ফল ভূগছেন বিচারক ও তার পরিবার

রাম রহিমকে উচিত শাস্তি দিয়ে ফল ভূগছেন বিচারক ও তার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সিবিআই-এর বিশেষ আদালত হরিয়ানার স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। সিবিআই-এর এই বিশেষ আদালতে বিচারক ছিলেন জগদীপ সিং। নিরাপত্তার থাতিরে তাকে ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে।

রাম রহিমের নিজের আশ্রমেরই দুই সাধ্বীকে সম্ভ্রমহানীর অভিযোগে ১০ বছর করে অর্থাৎ মোট ২০ বছর কারাদণ্ড ঘোষণা করেছেন জগদীপ সিং। সঙ্গে ১৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে বাবা রাম রহিমকে। এই টাকা সম্ভ্রম হারানো দুই মহিলাকে দেওয়া হবে।

রাম রহিমকে উচিত শাস্তি দিয়ে এখন ফল ভূগছেন বিচারক ও তার পরিবার। সাজা ঘোষণার পর থেকেই বিচারক জগদীপ সিং ও তার পরিবার একের পরে এক হুমকি ফোন পাচ্ছেন। এর জেরেই সরকার বিচারকের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত শুক্রবার ডেরা সচ্চা সওদার প্রধান রাম রহিমের মামলার রায় ঘোষণার পরেই চণ্ডীগড়, হরিয়ানা ও দিল্লির কিছু অংশে হিংসাত্মক হয়ে ওঠেন ডেরার শিষ্য-সমর্থকরা। পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রায় ৩৮ জনের। আর এই ঘটনার পরেই বেশি ঝুঁকি না নিয়ে জেলেই বিচারককে নিয়ে যাওয়া হয়। রাম রহিমের ডেরার এই ভক্তরাই বিচারক ও তার পরিবারকে হুমকি দিয়ে ফোন করছে বলে মনে করা হচ্ছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে