বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৬:৫৩:৪১

'ধর্মগুরু' থেকে সিনেমার 'নায়ক', রনবীর-অক্ষয়দের পিছনে ফেলেছেন রাম রহিম

'ধর্মগুরু' থেকে সিনেমার 'নায়ক', রনবীর-অক্ষয়দের পিছনে ফেলেছেন রাম রহিম

এক্সক্লুসিভ ডেস্ক : উত্তর ভারতের ভন্ডগুরু বাবা গুরমিত রাম রহিম সিং -এর বিরুদ্ধে ওঠা সম্ভ্রমহানীর মামলায় ফেঁসে ২০ বছরের কারাদন্ড সাজা ভূগছেন। বিতর্কে থাকা এই ধর্মগুরু শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই পরিচিত তা নয়। ইতিমধ্যেই তিনি বানিয়ে ফেলেছেন ৫ টি সিনেমা।

সেই ছবির নায়ক তিনি নিজেই। এপর্যন্ত কেমন ছিল তার জীবনের স্ক্রিপ্ট দেখে নেওয়া যাক। রাম রহিমের ধর্মগুরু থেকে সিনেমার রকস্টার হয়ে ওঠার গল্প দেখে নেওয়া যাক একনজরে।

জন্ম ও শৈশব : রাম রহিমের জন্ম ১৯৬৭ সালে রাজস্থানের শ্রীরুরুসার মোদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জমিদার বংশের সন্তান গুরমিত রাম রহিম তার বাবাকে ছোট থেকেই জমি জমা দেখবার কাজে সাহায্য করতেন বলে জানা গিয়েছে। মূলত তারা কৃষক পরিবার, তবুও প্রচুর জমি থাকায়, তারা একপ্রকার জমিদারই হয়ে উঠে ছিলেন এলাকার।

'গুরমিত' থেকে 'ধর্মগুরু' : মাত্র ৭ বছর বয়সে তিনি নিজের মধ্যে আধ্যাত্মের সন্ধান পান বলে দাবি করেন। তখনই তাকে ডেরা সচা সৌদার প্রধান শাহ শান্তম সিং নিয়ে আসেন ডেরায়।

ধর্মগুরু হয়ে ওঠা : ১৯৯০ সালে গুরমিত রাম রহিমকে ডেরা সচা সৌদার প্রধান হিসাবে ঘোষণা করা হয়। এজন্য সারা ভারত থেকে ভক্তদের ডেকে এনে সৎ সঙ্গ করে এই ঘোষণা করে ডেরা।

পথা চলা শুরু 'বাবা রাম রহিমের' : এরপর হরমিত কৌর নামের এক মহিলাকে বিয়ে করেন বাবা রাম রহিম। তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান জন্মায়।

অভিনেতা রাম রহিম : ২০১৪ সাল থেকে তিনি সিনেমা প্রযোজনা ও তাতে অভিনয়ের কাজে যোগ দেন। এ পর্যন্ত তার ৫ টি ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে 'মেসেঞ্জার অফ গড' সবচেয়ে বেশি জনপ্রিয়। ছবি মুক্তির প্রথম সপ্তাহেই ছবির বক্স অফিস কলেকশন ছিল ১০০ কোটি। যা সে সময়ে মুক্তি পাওয়া রনবীর কাপুরের 'রয়' ছবিকেও ছাপিয়ে যায়।

হিরো রাম রহিম : প্রথম ছবিতেই অসামান্য সাফল্যের পর একের পর এক ছবিতে অভিনয় করেন ধর্মগুরু রাম রহিম। এবছরেও তার ছবি মেসেঞ্জার অফ গড, দ্য লায়ন হার্ট মুক্তি পেয়েছে। সেই ছবি ঘিরেও তার ভক্তদের মধ্যে চরম উন্মাদনা ছিল।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে