বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ১১:০৬:২২

১ লাখ ৩৫ হাজার টাকার ‘বাদশা’! খেতেন মিনিকেট চালের ভাত

১ লাখ ৩৫ হাজার টাকার ‘বাদশা’! খেতেন মিনিকেট চালের ভাত

এক্সক্লুসিভ ডেস্ক: খুলনার রূপসা উপজেলার পালেরহাট থেকে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত জোড়াগেট পশুর হাটে সবচেয়ে বড় ছাগল নিয়ে এসেছেন মালিক ওবায়দুল্লাহ। তাও নাম আবার বাদশা!

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরেজমিনে পশুর হাটটিতে গিয়ে দেখা গেছে, গলায় ঘুঙুর দেওয়া বিশাল আকৃতির ছাগলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, কৌতুহলের সৃষ্টি হয়েছে। তাকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষেরা।

ছাগলের মালিক তরুণ ওবায়দুল্লাহ বলেন, ‘আমার অতি আদরের এই ছাগলটির নাম বাদশা, ওজন ১০৩ কেজি। মিনিকেট চালের ভাত ছাড়া তেমন কিছু খেতে আর ফ্যানের বাতাস ছাড়া ঘুমাতে চায় না এটি। আমাদের চালের দোকান আছে। সেখান থেকেই বাদশার খাবার আনা হয়।’

তিনি জানান, ‘এটি এ হাটের সবচেয়ে বড় ছাগল। ছাগলটির দাম ১ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হলেও ৭৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত উঠেছে।’

ছাগলের মালিক বলেন, ‘হাটে ওঠানোর আগে বাদশাকে কিনতে বাড়িতে অনেকে যোগাযোগ করছেন। কিন্তু বেশি দামের আশায় বিক্রি করিনি।’

বিভাগের সবচেয়ে বড় এ পশুর হাটে ঢুকতেই হাতের ডানে আলাদা স্থানে পাওয়া যাচ্ছে নানা জাতের ছাগল। বাদশা ছাড়াও অন্য একটি বড় ছাগল উঠেছে, যার দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা। বিভিন্ন স্থান থেকে ছাগল ব্যবসায়ীরা বিভিন্ন রং ও ঢংয়ের ছাগল নিয়ে এসেছেনে এ হাটে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে