শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৩৯:৪২

প্রেমিকের বয়স২২, তাকে বিয়ের জন্য ৫৫ বছরের প্রেমিকা যা করলেন

প্রেমিকের বয়স২২, তাকে বিয়ের জন্য ৫৫ বছরের প্রেমিকা যা করলেন

এক্সক্লুসিভ ডেস্ক: প্রেম বয়সের বাধা মানে না। কোন বয়সে কখন কার প্রতি কার মন মজে, সেটা কেউই নিশ্চিত করে বলতে পারে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এমনই সব প্রেম 'শিরোনামে' এসেছে। দিন কয়েক আগেই হায়দরাবাদের এরকমই একটি 'বিয়ে' শিরোনামে এসেছিল। নাবালিকা কিশোরী বিয়ে করে কুয়েতের বাসিন্দা ৬৫ বছরের এক ব্যক্তিকে। এবারও ফের সেই হায়দরাবাদ।

২২ বছরের যুবককে বিয়ের আর্জি নিয়ে পুলিসের দ্বারস্থ বছর পঞ্চান্নর এক মহিলা। আরশিয়া বেগমের অভিযোগ, বাড়ির লোক তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছেন। পড়শি আরশাদের সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক। তাঁরা বিয়ে করতে চান। ইতিমধ্যেই গোলকোন্ডা ছানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। জানা গেছে, তিন মাস আগে আরশিয়ার স্বামী মারা যান। তিন সন্তানও রয়েছে আরশিয়ার। তাঁরা প্রত্যেকেই বিবাহিত।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে