শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১০:২৭:৪১

রাস্তায় নামাজ পড়ছেন মুসলিমরা, দেখেই জ্বলে উঠলেন এই মহিলা-চরম অশ্লীল ভাষায় গালিগালাজ!

রাস্তায় নামাজ পড়ছেন মুসলিমরা, দেখেই জ্বলে উঠলেন এই মহিলা-চরম অশ্লীল ভাষায় গালিগালাজ!

এক্সক্লুসিভ ডেস্ক: ঈদের প্রাক্কালে শুক্রবারে জুম্মার নামাজ পড়ছিলেন এক মহিলা। তাঁকে আক্রমণ করলেন মধ্যবয়স্ক এক মহিলা। বেশ কিছুক্ষণ ধরে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন প্রার্থনায় বসা মুসলিম সম্প্রদায়ের একাধিক মানুষকে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেউসবারি এলাকায়। সমগ্র ঘটনার ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে। বর্ণবাদী সেই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।

২৯ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, গাড়িতে চালকের পাশের আসনে বসা এক মধ্যবয়স্ক মহিলা জানলা দিয়ে মুখ বের করে গালিগালাজ করছেন মুসলিমদের। সেই সময় সিগন্যালের কারণে দাঁড়িয়ে গিয়েছিল গাড়িটি। ট্রাফিক সিগন্যালের আলো সবুজ হতেই গাড়ি ছেড়ে দেয় এবং তারপরে বন্ধ হয় অশ্লীল গালিগালাজ। যে সকল গালি ওই মহিলা মুসলিমদের উদ্দেশ্যে দিয়েছেন সেগুলি এতটাই অস্লীল তা আর লেখা সম্ভব হচ্ছে না। দিনের আলোয় এই ধরণের ঘটনা দেখে তা ক্যামেরাবন্দি করে রাখেন স্থানীয় এক ব্যক্তি। এরপরে সেই ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে সমালোচনার। সাবানা হুসেন আলি বলেছেন, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ওই মহিলা চরম ঘৃণ্য। কবরস্থানে বহু মানুষ চিরনিদ্রায় শায়িত থাকেন। তাঁদের সম্মান জানাতে সেই সকল এলাকা শান্ত রাখা উচিত এবং থাকা উচিত।”

রানীর দেশে বর্ণবাদের মতো সমস্যা নতুন কিছু নয়। এর আগে একাধিকবার বর্ণবাদের শিকার হতে হয়েছে ইংল্যান্ডে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের। দিন কয়েক আগেই ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের মুসলিম বাসিন্দাদের উপর অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় চিঠি দিয়ে। চিঠিতে মুসলিম মহিলাদের বোরখা পরার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই নামাজরত মুসলিমদের অশ্লীল গালিগালাজের ঘটনাটিও ঘটেছে ওই ওয়েস্ট ইয়র্কশায়ারেই। হুমকি চিঠির বিষয়টি সামলনে আসার পরেই বাড়ানো হয় ওয়েস্ট ইয়র্কশায়ারের মুসলিম বাসিন্দাদের নিরাপত্তা। লন্ডন এবং ম্যানচেস্টারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ তৎপরতা যখন ক্রমেই বাড়ছে তখন এমন হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ফ্রান্স বা স্পেনে একাধিক জঙ্গি হামলার ঘটনার পর থেকেই মুসলিমদের উপরে বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে ইউরোপে। ইউরোপের দেশগুলিতে ধর্মের গুরুত্ব ঠিক কতটা? কেমন রয়েছে মুসলিম সমাজ? এই নিয়ে ধর্মীয় পর্যবেক্ষণ ২০১৭ নামের একটি প্রকল্পের অধীনে সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষার দায়িত্বে ছিল জার্মানির ব্রেটেলসম্যান স্টিফটাং ফাউন্ডেশন। জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ড এই পাঁচ দেশের ১০ হাজার লোকের উপরে চালানো হয় সমীক্ষা। এই সমীক্ষা থেকে জানা গিয়েছে, ইউরোপের প্রতি পাঁচ জন নাগরিক চায় না যে তাদের প্রতিবেশী হোক মুসলিম পরিবার।-কলকাতা২৪।
এমটিনিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে