রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৫৯:৫৭

ভারতে তালাক নিষিদ্ধের পরেই নয়া সিদ্ধান্ত গ্রহণ করে দেখিয়ে দিল এই মুসলিম প্রধান দেশ

ভারতে তালাক নিষিদ্ধের পরেই নয়া সিদ্ধান্ত গ্রহণ করে দেখিয়ে দিল এই মুসলিম প্রধান দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তিন তালাক নিষিদ্ধ নিয়ে এখনো সারা ভারত গরম। এরই মধ্য ভারতের নিকটতম প্রতিবেশি ও এশিয়ার আরও একটি দেশ মহিলাদের হিজাব নিষিদ্ধ করে দেখিয়ে দিলো মুসলিম দেশ।

মুসলিম প্রধান দেশ হয়েও হিজাব নিষিদ্ধ করার মতো নতুন সিদ্ধান্ত গ্রহণ করে ইতিহাসের পাতায় জায়গা করে নিল তাজিকিস্তান। মধ্য এশিয়ার এই দেশে মহিলারা হিজাবের বদলে এক ধরনের স্কার্ফ মাথায় বাঁধেন এখানকার ট্র্যাডিশনাল পোশাক হিসেবে। এই দেশের ৯৮ শতাংশ মানুষই মুসলমান। কিন্তু তা সত্ত্বেও দেশের সরকারও এই পোশাককে 'বিপজ্জনক' বলে মনে করেন খোদ দেশটির সংস্কৃতি মন্ত্রী শামসুদ্দিন ওরামবেগজোড়া।

সংস্কৃতি মন্ত্রীর মতে, হিজাব পরা মহিলাদের সন্দেহের চোখে দেখা হয়। মহিলারা হিজাবের ভিতরে কিছু বিপজ্জনক জিনিস লুকিয়ে রাখেন, এই ভেবে অনেকেই ভয় পান, যা মহিলাদের পক্ষে অপমানজনক। তাজিকিস্তানে ইতিমধ্যেই যে আইন রয়েছে, তার ভিত্তিতে দেশের যে কোনও সরকারি অফিসে হিজাব পরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। এর আগেও হিজাবকে 'এলিয়েন কালচার' বলে অপমান করা হয়।

কিন্তু হিজাব নিষিদ্ধ হলেও, এই মহিলাদের দেশীয় পোশাক পরা আবশ্যিক বলে জানিয়ে দিয়েছে সরকার। তাজিকিস্তান সরকার এই নতুন নির্দেশের স্বপক্ষে আইনসভায় বিলও এনেছে। কিন্তু তাজিকিস্তানের মতো মুসলিম প্রধান দেশে এমন পদক্ষেপ সারা বিশ্বে সাড়া ফেলেছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে